Advertisement
Advertisement

Breaking News

বিশ্বের প্রভাবশালী তরুণের তালিকায় ভারতীয় বংশোদ্ভূত তিন প্রবাসী

এঁদের কৃতিত্ব জানলে আপনিও গর্ববোধ করবেন৷

 hree Indian-origin students are in Time's 25 most influential teens.
Published by: Tanujit Das
  • Posted:December 21, 2018 9:32 pm
  • Updated:December 21, 2018 9:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাইমস ম্যাগাজিনের বিচারে বিশ্বের ২৫ জন সবচেয়ে প্রভাবশালী তরুণের তালিকায় স্থান করে নিলেন ভারতীয় বংশোদ্ভূত তিন প্রবাসী৷ এদের মধ্যে দু’জন মার্কিন নিবাসী ও একজন ব্রিটেনের নাগরিক৷ বিখ্যাত এই আন্তর্জাতিক ম্যাগাজিনটির বিচারে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তরুণ নির্বাচিত হয়েছে কাব্য কোপ্পারাপু, ঋশব জৈন ও এমিকা জর্জ৷ সমাজ ও বিজ্ঞানের বিভিন্নক্ষেত্রে উৎকর্ষতার পরিচয় দিয়ে ইতিমধ্যেই সমগ্র বিশ্বের তরুণ সমাজের আইকন হয়ে উঠেছেন তাঁরা৷ দিনে দিনে বাড়ছে তাঁদের অনুরাগীর সংখ্যা৷ কী করেছেন এঁরা?

[ট্রাম্পের সঙ্গে সংঘাত, ইস্তফা দিলেন ‘ম্যাড ডগ’ ম্যাটিস]

Advertisement

অষ্টম শ্রেণির পড়ুয়া ঋশব ইতিমধ্যে তৈরি করে ফেলেছে এমন একটি অ্যালগোরিদম, যা অগ্ন্যাশয়ের ক্যানসার প্রতিরোধে সক্ষম৷ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কাব্য কোপ্পারাপুও আবিষ্কার করে ফেলেছে ব্রেন ক্যানসার পরীক্ষা করার অত্যাধুনিক পদ্ধতি৷ কাব্য তৈরি করে ফেলেছে এমন অত্যাধুনিক একটি কম্পিউটার৷ যা মাথায় ক্যানসার আক্রান্ত রোগীর প্রতিটা ক্ষুদ্রাতিক্ষুদ্র টিস্যুকেও পরীক্ষা করতে সক্ষম৷ টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কাব্য জানিয়েছেন, তাঁর লক্ষ্যই হল এমন কিছু প্রযুক্তি আবিষ্কার করা, যা মানুষকে কম খরচে ভাল চিকিৎসা পরিষেবা পৌঁছে দেবে৷

[অসুস্থ খুদেদের ‘জাদু কি ঝাপ্পি’ দিলেন সান্তা ওবামা]

ঋতুস্রাবের বিষয়ে এখনও মহিলাদের একাংশের মধ্যেই সচেতনতার অভাব রয়ে গিয়েছে৷ সেই অভাববোধ দূর করে মহিলাদের সজাগ করার কাজই এখন করতে চায় অমিকা৷ সে জানায়, দরিদ্র দেশগুলিতে অনেকেই আর্থিক অনটনের জন্য স্যানিটারি ন্যাপকিন কিনতে পারেন না৷ ঋতুস্রাবের সময় পড়ুয়াদের স্কুলেও পাঠানো হয় না৷ সমাজের সেই দূরত্বই মেটাতে চায় অমিকা৷ ইতিমধ্যে #FreePeriods নামে একটি প্রচার অভিযানও শুরু করেছে সে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement