সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : সাইবেরিয়ার সমুদ্রতটে বিশাল আকারের হাজার হাজার তুষারগোলাকে কেন্দ্র করে রহস্য ক্রমশ দানা বাঁধছে৷ উত্তর-পশ্চিম সাইবেরিয়ার ওব উপসাগরের তীরে ভেসে আসছে দানবাকার এই গোলাগুলি৷
আর্কটিক বলয়ের উপরে ইয়ামল উপদ্বীপে অবস্থিত নায়দা গ্রামের বাসিন্দাদের মতে, এই গ্রামের নিকটবর্তী সমুদ্রতটে টেনিস বলের মতো বৃহদাকার ও এক মিটার ব্যাসের হাজাক হাজার বরফগোলা ভেসে আসছে৷ যেহেতু এই ধরনের বরফগোলার সঙ্গে আগে কখনও পরিচয় ঘটেনি নায়দা গ্রামের বাসিন্দাদের তাই এই ঘটনা নিয়ে নানা ধরনের জল্পনা শুরু হয়েছে৷
এটা কোনও বিরল প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি কিনা ব্রিটিশ ব্রডকাস্টিং কাউন্সিলের পক্ষ থেকে তা খতিয়ে দেখা হচ্ছে৷ রাশিয়ান টিভি চ্যানেলে এক সাক্ষাতকারে আর্কটিক অ্যান্ড অ্যান্টার্কটিকা রিসার্চ ইনস্টিটিউটের প্রেস সেক্রেটারি সের্গেই লিসেঙ্কভ জানিয়েছেন, “সাইবেরিয়ার এই অঞ্চলে সাধারণত জমাট ও গুঁড়ো এই দুই ধরনের বরফের অস্তিত্ব রয়েছে৷” কিন্তু এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য ওই অঞ্চলের বাতাসের অবস্থান নির্ধারণ করা অত্যন্ত জরুরি৷
বিশ্ববাসী এই ধরনের বিরল ঘটনার সাক্ষী হয়েছিল ২০১৪ তে গালফ ওফ ফিনল্যান্ড এবং ২০১৫ সালে মিচিগান হ্রদ উপকূলে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.