Advertisement
Advertisement

খেলার ছলে হত্যা করা হয়েছিল কিমের ভাইকে!

একটি অনুষ্ঠানের আড়ালে চরম আঘাত হেনেছিল ঘাতক৷

'Thought it was a prank stunt', says suspect in Kim Jong Nam murder
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 18, 2017 12:30 pm
  • Updated:February 18, 2017 12:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূত সেজে ভয় দেখানো থেকে, অন্ধ সেজে বেকুব বানানো৷ টেলিভিশনের পর্দায় হাজারটা ‘প্র্যাঙ্ক শো’ চলছে দিনরাত৷ নির্ভেজাল হাসি ফুটিয়ে তোলাই এদের লক্ষ্য৷ কিন্তু এরকমই একটি অনুষ্ঠানের আড়ালে চরম আঘাত হেনেছিল ঘাতক৷ হত্যা করা হয়েছিল উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নামকে৷পুলিশের জেরায় এমনটাই জানিয়েছে ওই হত্যাকান্ডের এক অভিযুক্ত৷

(মহিলা ঘাতকের হাতে খুন কিম জং উনের ভাই!)

নামের হত্যায় জড়িত থাকার সন্দেহে এক মহিলাকে গ্রেপ্তার করে ইন্দোনেশিয়ার পুলিশ৷ পুলিশ সূত্রে খবর, পেশায় ‘প্র্যাঙ্ক স্টার’ ওই মহিলা জেরায় স্বীকার করেছে যে নামের মুখে মজা করে সেই জল ছিটিযেছিল৷ তবে তা যে বিষাক্ত তা তার জানা ছিল না৷ ওই মহিলা আরও বলেন যে তাকে বলা হয়েছিল এটা একটা প্র্যাঙ্ক শো৷

Advertisement

(কিমের পরমাণু বোমা পরীক্ষায় কপালে ভাঁজ আমেরিকার)

গত সোমবার, মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে গুপ্তঘাতকের হাতে খুন হন কিম জং নাম৷ ভাই কিম জং উনের পরিবারতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রকাশ্যেই সমালোচনা করতেন তিনি। পুলিশের ধারণা, বিমানবন্দরেই দুই মহিলা তাঁর উপর বিষপ্রয়োগ করে। আর তাতেই মৃত্যু হয় তাঁর। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ থেকেই ধারণা করা হচ্ছে, বিষপ্রয়োগ করেন মহিলাই৷ অনেক আগেই সৎ ভাইকে খুন করার গোপন নির্দেশ দিয়েছিলেন কিম জং উন৷ ২০১২ সালে কিম জং নামকে হত্যা করার চেষ্টা ব্যর্থ হয়েছিল৷

(চাপের মুখে সন্ত্রাসবাদী হাফিজ সইদের বিরুদ্ধে পদক্ষেপ পাকিস্তানের)

কিম জং নাম এবং কিম জং উন দুজনই প্রাক্তন উত্তর কোরীয় নেতা কিম জং ইলের সন্তান। তবে তাঁদের মায়ের পরিচয় আলাদা। দেশের বাইরেই বেশিরভাগ সময় কাটাতেন তিনি। জানা গিয়েছে, দ্বিতীয় স্ত্রীয়ের সঙ্গে ম্যাকাওয়ে বর্তমানে থাকতেন কিম জং নাম৷

‘২০০ জনেরও বেশি মহিলাকে ধর্ষণ করেছি’, স্বীকারোক্তি আইএস জঙ্গির

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement