সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচ্ছা চিড়িয়াখানায় গিয়ে কী করেন? নিশ্চয়ই মনে হচ্ছে বোকার মতো প্রশ্ন করা হচ্ছে, কারণ আমরা প্রত্যেকেই জানি চিড়িয়াখানায় আমরা খাঁচাবন্দি বন্যজন্তুদের দেখতে যাই! খাঁচার ওপারে তখন বাঘ-সিংহদের খানিকটা চুনোপুঁটির মতো মনে হয়! আর নিজেদেরই মনে হয় বনের রাজা৷
কিন্তু জীবনে চলার পথে যে খেলা ঘোরে তা সকলেরই জানা৷ তাই উল্টো-পুরাণ যদি এক্ষেত্রে হয় তবে ব্যাপারটা ঠিক কেমন হবে কখনও ভেবে দেখেছেন?
বেশি ভাবতে হবে না৷ এমন ঘটনা পৃথিবীর বুকেই ঘটে৷ পৃথিবীর সবচেয়ে ভয়াবহ চিড়িয়াখানায় মানুষ থাকে খাঁচাবন্দি গাড়িতে আর বনবাদাড় কাঁপিয়ে রাজত্ব করে বন্য জন্তুরা৷ বিশেষ করে, সুন্দরবনের রাজা দক্ষিণ রায়ের বাহন রয়্যাল বেঙ্গল টাইগারের দাপাদাপিতে দাঁতকপাটি লেগে যাওয়ার জোগাড় হয় সাধারণ মানুষের৷
চিনের লেহে লেডু চিড়িয়াখানায় এমনটাই ঘটে৷ বন্য চিড়িয়াখানায় খাঁচায় বন্দি থাকেন মানুষ আর খোলা ঘুরে বেড়ায় জন্তু-জানোয়াররা৷ শোনা যায় খাঁচার কাছে এসে মানুষের গন্ধ শোকে বাঘ, ভাল্লুক, সিংহের মতো হিংস্র জন্তুরা!
অদ্ভুত এই চিড়িয়াখানায় মানুষ চাইলেই খাঁচার বাইরে যেতে পারেন! কিন্তু কার অত সাহস যিনি জঙ্গলে গিয়ে বাঘকে চ্যালেঞ্জ করবেন?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.