Advertisement
Advertisement
London

লন্ডনে হায়দরাবাদের ছাত্রীকে কুপিয়ে খুন! কাঠগড়ায় ব্রাজিলিয়ান যুবক

অভিযুক্তকে জের করে খুনের কারণ খুঁজছে পুলিশ।

This Hyderabad Student Stabbed To Death By Brazilian Man In London | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 14, 2023 4:09 pm
  • Updated:June 14, 2023 4:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডে (England) খুন হলেন ২৭ বছর বয়সি ভারতীয় ছাত্রী। হায়দরাবেদের (Hyderabad) বাসিন্দা ওই ছাত্রী উচ্চশিক্ষার জন্য লন্ডনে (London) গিয়েছিলেন। তাঁকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠল এক ব্রাজিলিয়ান যুবকের বিরুদ্ধে। ওই হামলার সময় আরও এক তরুণী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ছাত্রী খুনের ঘটনায় প্রাথমিকভাবে এক তরুণী এবং এক ব্রাজিলিয়ান যুবককে গ্রেপ্তার করা হয়। পরে আরও যুবককে গ্রেপ্তার করে পুলিশ।  

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নৃশংস হামলা ঘটনাটি ঘটে ওয়েম্বলিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাতাশ বছরের তেজস্বিনী রেড্ডির। একই ঘটনায় আঠাশ বছর বয়সি এক তরুণীও আহত হয়েছেন। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তবে তাঁর আঘাত গুরুতর নয় বলেই জানা গিয়েছে। এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন তেইশ বছরের এক তরুণী এবং চব্বিশ বছর বয়সি এক ব্রাজিলিয়ান যুবককে গ্রেপ্তার করে পুলিশ। যদিও জিজ্ঞাসাবাদের পর তরুণীকে মুক্তি দেওয়া হয়েছে। পরে তেইশ বছর বয়সি আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন মেট্রোপলিটন পুলিশের আধিকারিকরা।

Advertisement

[আরও পড়ুন: এমনটাও সম্ভব! এক বলে ১৮ রান দিলেন এই পেসার! দেখুন ভিডিও]

এখনও পর্যন্ত খুনের কারণ স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। অভিযুক্তদের জেরা করে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। ময়নাতদন্তে পাঠানো হয়েছে তরুণীর মৃতদেহ। ভারতীয় দুতাবাসের মাধ্যমে হায়দরাবাদে তরুণীর বাড়িতে খবর দিয়েছে লন্ডনের পুলিশ।

[আরও পড়ুন: ‘অজিত ডোভাল আন্তর্জাতিক সম্পদ’, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার প্রশস্তি মার্কিন রাষ্ট্রদূতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement