সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষবরণের রাতে আপনার প্ল্যান কী? বন্ধুদের সঙ্গে রাত জেগে মদ্যপান? অথবা মাদকজাত কিছু সেবন করে নিজেকে অন্য জগতে নিয়ে চলে যাওয়া? সেসবের আর প্রয়োজন হবে না৷ কারণ একটি মাছই এবার আপনাকে নেশার চরমে পৌঁছে দেবে৷ বেশ কয়েকদিন ঘোরের মধ্যে রেখে দেবে আপনাকে৷
আনন্দে হোক অথবা দুঃখে, নেশাগ্রস্থ হওয়ার জন্য অনেকেই নানা ধরনের মাদকের উপর নির্ভর করেন৷ কিন্তু ভাবুন তো, একটি মাছ খেলে যদি এলএসডি বা কোকেনের মতো ড্রাগ নেওয়ার অনুভূতি হয়, তাহলে? গল্প নয়৷ পশ্চিম আফ্রিকার আটলান্টিক উপকূলে এমনই এক ধরনের মাছের সন্ধান পাওয়া গিয়েছে৷ যা আপনাকে চরম নেশাগ্রস্থ করে তুলতে সক্ষম৷ চেটে পুটে একটি মাছ খেলেই আগামী কয়েকদিন ঘোরের মধ্যেই থাকবেন আপনি৷ অর্থাৎ এই মাছ মানুষের শরীরে মদ বা ড্রাগের নেশার মতোই প্রভাব বিস্তার করে৷ সোনালি ও হলুদ রঙের আঁশ বিশিষ্ট এই মাছ দেখতে যতই সাধাসিধে হোক না কেন, এর ক্ষমতা কিন্তু মারাত্মক৷ আরবি ভাষায় মাছটির নামকরণ হয়েছে ‘সারপা সালপা৷’ যার মানে, যে মাছ আপনাকে স্বপ্ন দেখাতে পারে৷ ২০০৬ সালে একটি রিপোর্টে দু’টি অদ্ভূত ঘটনার কথা প্রকাশ্যে এসেছিল৷
১৯৯৪ সালের ঘটনা৷ এক ব্যক্তি কানে ঘুরতে গিয়ে বেশ তৃপ্তি করে বেকড সারপা সালপা খেয়েছিলেন৷ কিন্তু তারপরেই ঘটে বিপত্তি৷ গাড়ি চালানোর সময় হঠাৎই দেখেন এক বিরাট প্রাণী তাঁর রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে৷ যদিও বাস্তবে এমন কিছুই ছিল না৷ এটা কেবলই তাঁর হ্যালুসিনেশন৷ পরিস্থিতি এতটাই খারাপ হয় যে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল৷ ৩৬ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছিলেন তিনি৷ যদিও কোনও ঘটনাই পরে মনে করতে পারেননি ওই ব্যক্তি৷ আরেকটি ঘটনা ঘটেছিল সেন্ট-ট্রোপেজের ৯০ বছর বয়সের এক বৃদ্ধার সঙ্গে৷ মাছটি খাওয়ার পর থেকেই তাঁর মনে হতে থাকে তাঁর আশেপাশে আনেক মানুষ চিৎকার করছে৷ পাখিরা ডেকেই চলেছে৷ দু’দিন পর ফের স্বাভাবিক হন তিনি৷
মাছটি নিয়ে অবশ্য কম গবেষণা হয়নি৷ বিজ্ঞানীদের ধারণা এর কারণ মাছের খাদ্য৷ এই প্রজাতির মাছ এমন কিছু খাবার খায় যাতে তাদের দেহে বিষাক্ত ড্রাগ প্রবেশ করে৷ তার ফলেই হ্যালুশিনেসনের শিকার হন মানুষ৷ যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছুই জানাতে পারেনি বিজ্ঞান৷ কী ভাবছেন? বর্ষপূর্তির রাতে নতুন ধরনের নেশা করবেন নাকি?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.