Advertisement
Advertisement

রক্তস্নাত অরল্যান্ডোয় প্রাণ বাঁচিয়ে ‘নায়ক’ ভারতীয় বংশোদ্ভূত ইমরান

কিন্তু নিজেকে ‘হিরো’ মানতে নারাজ ইমরান৷ ঘটনার পরই ফেসবুকে তাঁর স্ট্যাটাস- ‘জাস্ট রিঅ্যাক্টেড’৷ এখনও তাঁর আফশোস, আরও যদি কয়েকটা প্রাণ বাঁচানো যেত৷

This Ex-Marine Of Indian Origin Saved Dozens Of Lives In Orlando Massacre
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 18, 2016 7:04 pm
  • Updated:June 18, 2016 7:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাল আর মন্দ একই মুদ্রার দুই পিঠ৷ মানুষই ঠিক করে কে কোন দিকটা বেছে নেবে৷ একজন বেছেছে রক্তমাখা নৃশংস পথ, অন্যজন মানবতার রাস্তা৷ অরল্যান্ডোর নাইটক্লাবে ওমর মতিন যখন নির্বিচারে হত্যালীলা চালিয়ে যাচ্ছে, সেই সময় একের পর এক মানুষের প্রাণ বাঁচিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ইমরান ইউসুফ৷

২৪ বছরের প্রাক্তন মার্কিন নৌসেনা কর্মী কাছেই পালস নাইটক্লাবে বাউন্সার হিসেবে কাজ করেন ইমরান৷ গুলির আওয়াজ শোনা মাত্র তিনিও প্রথমে হকচকিয়ে যান৷ সবার মতো তিনিও নাইটক্লাবের হলে আশ্রয় নেন৷ কিন্তু মানুষের চিকারের মধ্যে হঠাৎই তাঁর সম্বিত ফেরে৷ মনে পড়ে যায় হলের পিছনের দিকে একটা দরজা রয়েছে৷

Advertisement

চিৎকার করে হলের পিছনের মানুষদের ইমরান বলতে থাকেন পিছনের দরজার ছিটকিনি খুলে বেরিয়ে যেতে৷ কিন্তু, ভয়ে তখন সবারই হাত-পা অবশ হয়ে গিয়েছে৷ সবাই সামনে রাস্তার দিকে ছোটার চেষ্টা করে যাচ্ছে৷ ইমরান কোনওক্রমে পৌঁছন দরজার কাছে৷ দরজা খুলে ফেলেন৷ একে একে সবাইকে হল থেকে বার করতে থাকেন৷

প্রায় ৭০ জনের প্রাণ বাঁচিয়েছেন ২৪ বছরের এই ভারতীয় বংশোদ্ভূত৷ কিন্তু নিজেকে ‘হিরো’ মানতে নারাজ ইমরান৷ ঘটনার পরই ফেসবুকে তাঁর স্ট্যাটাস- ‘জাস্ট রিঅ্যাক্টেড’৷ এখনও তাঁর আফশোস, আরও যদি কয়েকটা প্রাণ বাঁচানো যেত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement