Advertisement
Advertisement

রং মিলিয়ে পোশাক পরে নেটদুনিয়ায় ‘ভাইরাল’ এই দম্পতি!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাম্পত্যে কখনও মিল তো, কখনও অমিল৷ দুটো জীবন এক সূত্রে বাঁধা পড়লেও, সবসময় যে তাল মেলে তা নয়৷ তবে দাম্পত্যের ধর্মই হল এই তাল মিলিয়ে চলা৷ তা করতে গিয়ে ফ্লোরিডার এই দম্পতি যা করেছেন তা প্রায় অভাবনীয়৷ টানা ৫২ বছরের বিবাহিত জীবন তাঁদের৷ রং মিলিয়ে পোশাক পরার দৌলতে এই মুহূর্তে সারা বিশ্বে […]

This couple Wear Matching Outfits Everyday, says his Grandson
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 2, 2016 10:08 pm
  • Updated:September 2, 2016 10:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাম্পত্যে কখনও মিল তো, কখনও অমিল৷ দুটো জীবন এক সূত্রে বাঁধা পড়লেও, সবসময় যে তাল মেলে তা নয়৷ তবে দাম্পত্যের ধর্মই হল এই তাল মিলিয়ে চলা৷ তা করতে গিয়ে ফ্লোরিডার এই দম্পতি যা করেছেন তা প্রায় অভাবনীয়৷ টানা ৫২ বছরের বিবাহিত জীবন তাঁদের৷ রং মিলিয়ে পোশাক পরার দৌলতে এই মুহূর্তে সারা বিশ্বে তাঁরা পরিচিত বলা যায়৷

সম্প্রতি এঁদের নাতি সোশ্যাল মিডিয়ায় জানান এ খবর৷ মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে তাঁদের কথা৷ কবে থেকে শুরু এই রংমিলান্তি খেলায় তাঁদের নাতি জানাচ্ছেন, ওঁরা এমনিতেই রং মিলিয়ে পোশাক পরতেন৷তবে একদিন চার্চে আলাদা রংয়ের জামা পরে গেলে, সকলে জিজ্ঞেস করতে থাকেন, কেন রং মিলিয়ে পোশাক পরে আসেননি৷ তারপর থেকে নিয়ম করে প্রায় প্রতিদিনই একই রঙের পোশাক পরা অবস্থাতেই এই দম্পতিকে দেখে এসেছে তাঁর নাতি৷ তাঁদের বেশ কিছু ছবিও পোস্ট করেছেন তিনি৷ তাতে দেখা যাচ্ছে, সত্যিই এ দম্পতি রং মিলিয়ে পোশাক পরতেই ভালবাসেন৷

Advertisement

 


নেটদুনিয়ায় তাঁরা যে ভাইরাল হয়ে গিয়েছেন সে কথাও তাঁদের বুঝিয়ে বলেছেন নাতি৷ আর নিজেদের এই প্যাশনের কথা যে সকলে জানে, তা জেনে উচ্ছ্বসিত এই দম্পতি৷ সারা নেটদুনিয়া কুর্নিশ জানিয়ে তাঁদের উদ্দেশে বলেছে, সম্পর্কে ডেডিকেশন বলে যদি কিছু থাকে, তবে এই দম্পতিই তা তুলে ধরলেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement