Advertisement
Advertisement

২২ বছরে ধরে ম্যানহোলেই ঘরসংসার এই সুখী দম্পতির

তোমার আমার লাল-নীল সংসার!

This Couple Has Been Living In A Sewer For 22 Years
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 3, 2017 12:11 pm
  • Updated:February 3, 2017 12:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবীতে এক ধরনের মানুষ রয়েছেন যাঁরা প্রচুর ঐশ্বর্য এবং অর্থ পেয়েও সন্তুষ্ট হন না৷ আর অপর একদল মানুষ আছেন যাঁরা যৎসামান্য যাপনের মধ্যেই খুঁজে নেন শান্তি৷ কলম্বিয়ার মারিয়া এবং মিগুয়েল সেই দ্বিতীয় দলের মানুষ৷ ম্যানহোলের ভিতরেই কাটিয়ে দিলেন জীবনের গুরুত্বপূর্ণ ২২ বছর৷ অথচ এমন জীবন নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই তাঁদের৷

couple_web

Advertisement

কলম্বিয়ার মারিয়া গার্সিয়া এবং মিগুয়েল রেস্টরেপো কলম্বিয়ার এমন একটি অঞ্চলে নিজেদের যৌবন কাটিয়েছেন যেখানে দুর্নীতি এবং ড্রাগ গ্রাস করেছে বহু মানুষের জীবন৷ কিন্তু এমন এক অশান্তি লক্ষ্যহীন জীবনে যখন মারিয়া এবং মিগুয়েলের দেখা হয়, তখন দু’জনই ড্রাগের নেশায় বুঁদ৷ কিন্তু ওই যে বলে না, ভালবাসার একটা জোর আছে৷ সেই ক্ষমতা অনেক অন্ধকার ঘুচিয়ে দেয় নিমেষে৷ পরস্পরের সঙ্গে পরিচয় হওয়ার পর মাদকের নেশা কাটিয়ে ওঠেন এই দম্পতি৷ নিজেদের নতুন আস্তানা গড়ে নেন ম্যানহোলের ভিতরে৷

couple2_web

কিন্তু ম্যানহোলের ভিতরে ২২ বছর কাটিয়ে দেওয়া কি খেলা কথা? খেলা কেন হবে? ম্যানহোলের ভিতরে রীতিমতো সংসার পেতেছেন দম্পতি৷ খাট, টিভি, আলমারি সব পরিপাটি করে গুছিয়ে রাখা সেই সংসারে৷ ছোট্ট সেই সংসারে সুখ ছাড়াও ইলেকট্রিক, হিটার এবং রান্নার ব্যবস্থাও রেখেছেন মারিয়া এবং মিগুয়েল৷

(আমেরিকা-চিনের যুদ্ধ হলে জড়াবে আরও ৬ দেশ!)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement