সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামাজিকমাধ্যমে লাইভ করে প্রাক্তন স্ত্রীকে নৃশংস হত্যার অভিযোগ উঠল বসনিয়ার (Bosnia) এক বডিবিল্ডার যুবকের বিরুদ্ধে। ঘটনাস্থল ছেড়ে পালানোর সময় তিনি আরও দুই ব্যক্তিকে হত্যা করেন বলে অভিযোগ। শেষে নিজেকে গুলি করে আত্মঘাতী হন অভিযুক্ত। গত শুক্রবারের এই হত্যাকাণ্ডে শিউরে উঠেছেন দক্ষিণ পূর্ব ইউরোপের দেশের সাধারণ নাগরিকরা। ঠিক কী কারণে প্রাক্তন স্ত্রীকে হত্যা করেছেন যুবক, তা খতিয়ে দেখছে পুলিশ।
গত শুক্রবার এই হত্যাকাণ্ড ঘটেছে গ্রাডাকাক নামের একটি শহর। স্ত্রী-সহ ৩ জনকে হত্যা ছাড়াও আরও তিন ব্যক্তি আহত হয়েছেন অভিযুক্ত যুবকের হামলায়। তুজলা শহরের পুলিশ জানিয়েছে, পেশায় বডিবিল্ডার অভিযুক্ত নারমিন সুলেজমানভিচ আত্মঘাতী হয়েছেন। এই মামলার আইনজীবী জানিয়েছেন, স্ত্রীকে হত্যার পর গ্রাডাকাকের রাস্তায় আগ্নেয়াস্ত্র হাতে নেমে পড়েন যুবক। পথচারী এক ব্যক্তি এবং তাঁর ছেলেকে গুলি করে হত্যা করেন। এছাড়াও তাঁর ছোড়া গুলিতে আহত হয়েছেন একজন পুলিশকর্মী, এক ব্যক্তি এবং একজন মহিলা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.