Advertisement
Advertisement

Breaking News

অ্যাঁ! কুড়ুল-হাতুড়ি দিয়ে এভাবে চুল কাটেন এই নাপিত!

কুড়ুল-হাতুড়ি দিয়ে চুল কাটার ভিডিও ফুটেজ তোলপাড় ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। দেখলে চমকে যাবেন!

This Barber Uses To Style Guy’s Hair With Axe And Hammer
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 10, 2016 4:01 pm
  • Updated:December 10, 2016 4:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে বটে, যস্মিন দেশে যদাচারঃ! মানে খুব সাফ- যে দেশের যেমন রীতি, তেমনটাই আচরণ করা উচিত! তা বলে কুড়ুল আর হাতুড়ি দিয়ে চুল কাটা? সে কি কোনও দেশের রীতি হতে পারে?
অবাক লাগলেও এমন ব্যাপার প্রতি দিনেই ঘটে চলেছে এই পৃথিবীরই মাটিতে। মরক্কোয় এক নাপিত এভাবেই চুল কেটে আসছেন খদ্দেরদের। সম্প্রতি কুড়ুল-হাতুড়ি দিয়ে তাঁর সেই চুল কাটার ভিডিও ফুটেজ তোলপাড় ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। সবাই রীতিমতো জানতে আগ্রহী- কী ভাবে এমন অসাধ্য সাধন করেন ওই নাপিত? তার চেয়েও বড় কথা- খদ্দেররা সাহস করে সেই কুড়ুলের নিচে কী করে মাথা পেতে দেন? সবাই জানি, চুল কাটতে গেলে একটু-আধটু ক্ষুরের খোঁচায় চাঁদি কেটে যাওয়া খুব অস্বাভাবিক ব্যাপার কিছু নয়! কিন্তু এক্ষেত্রে তো আর ক্ষুর নেই, রয়েছে কুড়ুলের মতো এক মারাত্মক ধারালো অস্ত্র! তায় তার উপর পড়ছে হাতুড়ির আঘাত! সব মিলিয়ে প্রাণটা যে থাকবে চুল কাটতে গিয়ে, তা কি হলফ করে বলা যায়?
সব প্রশ্নের উত্তর দেবে একেবারে নিচের ভিডিওটা। মন দিয়ে দেখন, একটু একটু গা শিউরে উঠবে ঠিকই! বিশেষ করে তখন, যখন খদ্দেরের ঘাড়ে কুড়ুল ছুঁইয়ে তাতে হাতুড়ির বাড়ি মারবেন নাপিত! কিন্তু ভয় পাবেন না! শেষ পর্যন্ত কী সুন্দর চুল কাটা হচ্ছে, দেখে অবাক হয়ে যাবেন নিজেই!

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement