সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি গাছ একটি প্রাণ৷ একথা সর্বজন বিদিত৷ তবে আস্ত এক গাছের ভিতরেই যদি পানের সু-বন্দোবস্ত পান, তাহলে? তাহলে যেতে হবে আফ্রিকায়৷ যেখানে ৬০০০ বছরের পুরনো আস্ত বাওবাব গাছের মধ্যেই তৈরি হয়েছে আস্ত এক পানশালা৷ নাম ‘সানল্যান্ড বিগ বাওবাব’৷ রবিবারের বারবেলায় পছন্দের পানীয়ের জন্য এখানেই ভিড় করেন স্থানীয় মানুষ৷
আফ্রিকার শুষ্ক সাবানা এলাকায় দেখতে পাওয়া যায় এই বিশেষ বাওবাব গাছ৷ হাজার বছর বয়স হলেই যার ভিতরের অংশ ফাঁপা হতে শুরু করে৷ দক্ষিণ আফ্রিকার লিমপোপো প্রদেশে রয়েছে এমনই এক ফাঁপা বাওবাব৷ যার ভিতরে তৈরি করা হয়েছে ১৩ ফুট উচ্চতা বিশিষ্ট এক দৃষ্টিনন্দন পানশালা৷
একসঙ্গে ১৫ জন ক্রেতা বসে পান করতে পারে এই বিশেষ পানশালায়৷ শুধু তাই নয়, গাছের বাইরে সুন্দরভাবে সাজানো রয়েছে বসার স্থান৷ যাঁরা চাইবেন তাঁরা ভিতরে বসে পানীয়ের আস্বাদ নিতে পারেন, বাকিরা বাইরে বসে শতাব্দী প্রাচীন বাওবাবের সৌন্দর্য উপভোগ করতে পারেন৷ অবশ্যই পছন্দের পানীয় হাতে নিয়ে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.