সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তৃতা দিতে উঠে হাসির খোরাক হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তাঁর বক্তৃতা শুনে হেসে লুটোপুটি খেয়েছেন অন্যান্য রাষ্ট্রনেতারা৷ তবে ট্রাম্পও থামবার পাত্র নন৷ নিজের ঢঙেই বিতর্ক সামাল দিলেন তিনি৷ সাংবাদিকদের জানালেন, ‘তাঁর বক্তৃতা শুনে হাসেননি রাষ্ট্রনেতারা৷ বরং তাঁর সঙ্গেই হেসেছেন তাঁরা৷’ মার্কিন প্রেসিডেন্টের সাফাই, এটা ‘বিভ্রান্তিকর খবর’৷ পরিকল্পনা করে তাঁর বিরুদ্ধে ছড়ানো হয়েছে৷
[ন’মাস বেতন নেই, খাদ্যাভাবে জাহাজে আটকে ৮ ভারতীয় নাবিক]
রাষ্ট্রসংঘের সভায় আমেরিকা প্রসঙ্গে রাখেন মার্কিন প্রেসিডেন্ট৷ প্রথমত, সভায় সময়ের কিছুটা দেরিতেই উপস্থিত হন ট্রাম্প৷ তা নিয়ে বিতর্ক মাথা চাড়া দেয়৷ এরপরই নিজের ভাষণ শুরু করেন ট্রাম্প। ভাষণের আদ্যপান্তজুড়ে ছিল ‘ আমেরিকা ফার্স্ট’ নীতির প্রচার৷ নিজের শাসনকালের ঢালাও প্রশংসা করেন ট্রাম্প৷ বলেন, ” আমার শাসনকালে মার্কিন প্রশাসন নয়া উচ্চতা ছুঁয়েছে৷ কার্যকরী ভূমিকা পালন করেছে এই সরকার৷ যা কাজ হয়েছে বা হচ্ছে তা ইতিহাসে আগে কখনও হয়নি৷”
[কয়েক কোটি মানুষের দারিদ্র দূর করেছে ভারত, প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প]
পাশাপাশি মার্কিন সেনার ঢালাও প্রশংসা করেন তিনি৷ আর ট্রাম্পের এই বক্তৃতার পরেই হাসির রোল ওঠে রাষ্ট্রসংঘের সাধারণ সভায়৷ হাসিতে ফেটে পড়েন সভায় উপস্থিত অন্যান্য দেশের রাষ্ট্রনেতারা৷ প্রথমে কিছুটা হতভম্ব হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট৷ পরে অবশ্য পরিস্থিতি সামাল দেন তিনি৷ এরপর সাংবাদিকরা তাঁকে ওই ঘটনা নিয়ে প্রশ্ন করলে নিজের মতো করে চাতুর্যের সঙ্গে বিষয়টিকে সামাল দেন তিনি৷ বিভ্রান্তি রটানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.