Advertisement
Advertisement

Breaking News

পাকিস্তান

পাকিস্তানে থেকেই লোকসভা নির্বাচনে ভোট দিলেন শতাধিক ভারতীয়

কীভাবে জানেন?

These Indians voted from Pakistan this Lok Sabha polls
Published by: Tanujit Das
  • Posted:May 7, 2019 6:30 pm
  • Updated:May 7, 2019 6:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে উৎসবের মেজাজে পালিত হচ্ছে সপ্তদশ লোকসভা নির্বাচন৷ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে পাঁচ দফার ভোটপর্ব৷ বাকি আর দু’দফা৷ এবারের নির্বাচনে প্রথমবারের জন্য গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন প্রায় এক হাজার পাক শরণার্থী৷ এবার ভোট দিলেন কর্মসূত্রে পাকিস্তানে বসবাসকারী শতাধিক ভারতীয়ও

[ আরও পড়ুন: রাশিয়ার পর এবার মেক্সিকো, বিমান দুর্ঘটনায় মৃত ১৪]

Advertisement

সোমবার পঞ্চম দফার ভোট ছিল ভারতে৷ তবে এর ঠিক একদিন আগে, অর্থাৎ রবিবারই পাকিস্তানে ভোট দেন ভারতের রাষ্ট্রদূত অজয় বিসারিয়া৷ টুইটারে সেই ছবিও পোস্ট করেন তিনি৷ সুষ্ঠুভাবে গোটা নির্বাচন প্রক্রিয়া চালনা করার জন্য তিনি ধন্যবাদ জানান ভারতের নির্বাচন কমিশনকে৷ এছাড়া ওইদিনই ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশনে ভোট দেন কর্মসূত্রে পাকিস্তানে বসবাসকারী ভারতীয়রা৷ ‘India In Pakistan’ নামক টুইটারে হ্যান্ডেলে সেই ছবিও পোস্ট করেন তাঁরা৷ মঙ্গলবার ছবিটি শেয়ার করে ভারতের নির্বাচন কমিশন৷

[আরও পড়ুন: রোহিঙ্গা নিধন নিয়ে অন্তর্তদন্ত, ৫০০দিন পর কারামুক্ত ২ সাংবাদিক] 

জানা গিয়েছে, ভোটপর্ব শুরুর আগেই কর্মসূত্রে বিদেশে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছিল নির্বাচন কমিশন৷ ‘ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট’ ব্যবহার করে তাঁদের ভোটদানের পরামর্শ দিয়েছিল কমিশন৷ যাতে সাড়া দিয়ে সোমবার ভোট দেন এই শ’খানেক ভারতীয় নাগরিকও৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement