সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাগ্যেরজোরে রক্ষা পেলেন ইভাঙ্কা ট্রাম্প ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেনস৷ ট্রাম্পকন্যার সফরের কয়েকঘণ্টা আগেই বিস্ফোরণে কেঁপে উঠল মেক্সিকোয় অবস্থিত মার্কিন দূতাবাস৷ শনিবার সকালে মেক্সিকোর গুয়াডালাজারা শহরের মার্কিন দূতাবাসের সামনে গ্রেনেড হামলা চালায় একজন আততায়ী৷ বিস্ফোরণে তীব্রতায় ভেঙে পড়ে দূতাবাসের সামনের দেওয়াল৷ তবে কেউ হতাহত হননি৷ কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এলাকায়৷ মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত হন নিরাপত্তারক্ষীরা৷ কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা এলাকা৷ জানা গিয়েছে, হামলাকারীর ছবি ধরা পড়েছে দূতাবাসের গোপন ক্যামেরায়৷ সেই সূত্র ধরেই তার খোঁজে শুরু করেছে পুলিশ৷ ঘটনার সঙ্গে মেক্সিকোর পাচারকারী সংগঠনগুলি যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷
[জি-২০ বৈঠকের আগে মোদির বর্ণবিদ্বেষমূলক কার্টুন, তুঙ্গে বিতর্ক]
নয়া প্রেসিডেন্ট অ্যানড্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডরের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতেই শনিবার মেক্সিকোয় গিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেনস৷ কিন্তু তাদের সফরের আগেই এই বিস্ফোরণ মেক্সিকোর মার্কিন দূতাবাসে৷ গুয়াডালাজারা শহরে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করেছে মেক্সিকো প্রশাসন৷ সন্দেহজনক কোনও গতিবিধি লক্ষ্য করলেই যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে সেদেশের সরকার৷ কেবল ইভাঙ্কাই নন, নয়া প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে আরও অনেক ভিভিআইপি-র৷ তাই ঝুঁকি নিতে নারাজ মেক্সিকো প্রশাসন৷
[গুহাবাসী হচ্ছে পাকিস্তানের হাজার হাজার মানুষ! ব্যাপারটা কী?]
এদিকে মার্কিন দূতাবাসের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে আততায়ীর ছবি৷ দেখা গিয়েছে যে, এক ব্যক্তি বাইরে থেকে দূতাবাসের দিকে গ্রেনেড ছুঁড়ে চম্পট দেয়৷ আর তাতেই বিস্ফোরণ ঘটে৷ ক্যামেরায় ধরা পড়া ছবির সূত্র ধরেই ওই ব্যক্তির খোঁজে নেমেছে পুলিশ৷ তদন্তকারীদের অনুমান, ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে মেক্সিকোর মাদক পাচারকারী সংগঠনগুলি৷ কারণ, এর আগেও একাধিকবার তারা দূতাবাসে হামলার হুমকি দিয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.