Advertisement
Advertisement
Donald Trump

‘হাস্যকর এবং জঘন্য গল্প’, মার্কিন আদালতে লেখিকার ধর্ষণের অভিযোগ ওড়ালেন ট্রাম্প

তাঁর বিরুদ্ধে ভুয়ো তথ্য দিয়েছে লেখিকা, দাবি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের।

Published by: Kishore Ghosh
  • Posted:May 4, 2023 12:41 pm
  • Updated:May 4, 2023 12:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন লেখিকা ই জিন ক্যারল। ওই ঘটনায় মামলা চলছে একটি মার্কিন আদালতে। বুধবার শুনানিতে নিজে উপস্থিত না থাকলেও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের আইনজীবীরা প্রভাবশালী মক্কেলের ভিডিও সাক্ষ্য দেন। ওই ভিডিওতে লেখিকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। বলেন, “এটি একটি হাস্যকর এবং জঘন্য গল্প।”

৭৯ বছরের ক্যারলের দাবি করেছিলেন, নব্বই দশকের মাঝামাঝি ম্যানহাটনের একটি শপিং মলে তাঁকে যৌন নির্যাতন করেছিলেন ট্রাম্প। অভিযোগ, ওই শপিং মলের ট্রায়াল রুমে ক্যারলকে ধর্ষণ করেছিলেন তিনি। ক্যারলের আইনজীবীর দাবি করেছেন, তাঁর মক্কেল বাধা দেওয়ার চেষ্টা করলেও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের শারীরিক শক্তির কাছে পেরে ওঠেননি। এদিন শুনানিতে ট্রাম্প দাবি করেছেন, “এমন কিছু ঘটেনি।” লেখিকার আইনজীবীর দাখিল করা তথ্য প্রমাণ নিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য, “এগুলি বানানো”। যদিও সাক্ষ্য দিতে গিয়ে লেখিকা জানিয়েছেন, ট্রায়াল রুমে জবরদস্তি করেন ট্রাম্প। তাঁকে দেওয়ালে চেপে ধরেন। যোনিতে আঙুল ঢোকান। এরপর পুরুষাঙ্গ প্রবেশ করান। সব মিলিয়ে বুধবারের শুনানিতেও মামলার নিষ্পত্তি হয়নি।

Advertisement

[আরও পড়ুন: কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা, নদীতে ভেঙে পড়ল ভারতীয় সেনার কপ্টার]

এর আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস (Stormy Daniels) প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন। তারপর লেখিকা ই জিন ক্যারলের মামলা। এমনকী বুধবার আরও এক মহিলা ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। ৮১ বছরের জেসিকা লিডস আদালতে জানিয়েছেন, ট্রাম্প বিমানের বিজনেস ক্লাসে তাঁর স্কার্টের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছিলেন। তাঁর অভিযোগ, তাঁদের মধ্যে কোনও বাক্য বিনিময় হয়নি। ট্রাম্প তাঁর কাছে এসে তাঁকে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন, তাঁর স্তন খামচে ধরেছিলেন। জেসিকার কথায়, ”পুরো বিষয়টাই ছিল বিনা মেঘে বজ্রপাত।” সব মিলিয়ে একের পর এক অভিযোগে জেরবার ট্রাম্প।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement