সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : চলে গেলেন ৬৯ সন্তানের জন্মদাত্রী। রবিবারই মৃত্যু হয়েছে ৪০ বছর বয়সী ওই মহিলার। বিশ্ব পরিসংখ্যানের হিসাবে, এই মহিলাই সব থেকে বেশি প্রজনন ক্ষমতার অধিকারী ছিলেন।
প্যালেস্তাইনের এক সংবাদপত্রে প্রকাশ, ১৬ বার যমজ সন্তানের জন্ম দিয়েছেন এই মহিলা। সঙ্গে সাতটি ত্রিপলেটস। মানে সাতবার তিনটি করে মোট ২১জন সন্তানের মা হয়েছেন তিনি। আর চারটি কোয়াড্রুপ্লেটস-চারবার চারটি করে মোট ১৬টি সন্তান। রবিবার মৃত্যু হয়েছে ৬৯ সন্তানের এই জননীর। ওই মহিলার স্বামী সংবাদমাধ্যমকে এ কথা জানান।
যদিও গুগলের সার্চ ইঞ্জিন বলছে এই প্যালেস্তাইন মহিলা একাই নন, তাঁর সঙ্গে পাল্লা দেওয়ার মতো আরও একজন মহিলা রয়েছেন এই বিশ্বে। যাঁর নাম ইতিমধ্যেই উঠে গিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। রাশিয়ার ওই মহিলার নাম মিসেস ভ্যাসিলিয়েভা। তিনিও ৬৯ সন্তানের জননী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.