সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান নিজে সন্ত্রাসের দৈত্যকে তৈরি করেছে, আর সেই দৈত্য এখন তাদেরই গ্রাস করছে৷ রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের ৩৪তম অধিবেশনে এভাবেই প্রতিবেশী দেশের বিরুদ্ধে সোচ্চার হল ভারত৷
ফের তদন্ত হোক মুম্বই হামলার, পাকিস্তানকে সাফ জানাল ভারত
এদিন বক্তব্যের শুরু থেকেই পাকিস্তানের সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার বিরুদ্ধে সোচ্চার ছিলেন ভারতের দূত তথা রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি অজিত কুমার৷ তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসের আঁতুরঘর৷ গত দুই দশক ধরে বিশ্বের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীরা এখানেই ঘাঁটি গেড়েছে৷ জম্মু-কাশ্মীরের অশান্তি ও সীমান্ত পেরিয়ে জঙ্গি হানার নেপথ্যেও পাক মুলুকেরই হাত রয়েছে৷ মানবাধিকারের এর চেয়ে বড়মাপের লঙ্ঘন আর কীই বা হতে পারে? যেই দেশ সন্ত্রাসের উৎসস্থল, সেই দেশই আবার মানবাধিকারের কথা বলতে এসেছে বলেও কটাক্ষ করেন কুমার৷
ইন্টারসেপ্টর মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত
এর আগে জম্মু-কাশ্মীর প্রসঙ্গে ভারতের তীব্র সমালোচনা করে পাকিস্তান৷ বালোচিস্তানের অশান্তির জন্যও ভারতকেই দায়ী করা হয়৷ তার জবাবে অজিত কুমার এদিন বলেন, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ৷ ভারতের গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারই সেখানে প্রশাসন চালায়৷ আর তা ভারতের একান্ত ব্যক্তিগত বিষয়৷
নয়া আইনে ১০টি বাতিল নোট রাখলেই জরিমানা ১০ হাজার
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.