Advertisement
Advertisement

Breaking News

বিমান হামলায় উড়িয়ে দেওয়া হল আলেপ্পোর শেষ হাসপাতালটিও

সারা শহরে আর কোনও চিকিৎসাযোগ্য হাসপাতাল রইল না৷

The last hospital of East Aleppo is destroyed by airstrikes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 20, 2016 5:19 pm
  • Updated:October 11, 2020 8:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান হামলায় উড়িয়ে দেওয়া হল আলেপ্পোর একমাত্র অবশিষ্ট হাসপাতালটি৷ শনিবার রাত সাড়ে আটটা নাগাদ ওই হাসপাতালটিতে হামলা চালানো হয়৷ সেই সময় হাসপাতালে বেশ কয়েকজন রোগী ভর্তি ছিল৷ এদের অধিকাংশই শিশু বলে জানা গিয়েছে৷

শনিবারের হামলার পর প্রায় আড়াই লক্ষ জনসংখ্যা বিশিষ্ট পূর্ব আলেপ্পোয় বিদ্রোহীদের দখলে থাকা এলাকায় আর এমন কোনও সুপার স্পেশ্যালিটি হাসপাতাল পরিকাঠামো রইলো না, যেখানে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার আহত মানুষগুলির চিকিৎসা করা যায়৷ রুশ বিমানের সহায়তায় শুক্রবারই চার-চারটি হাসপাতাল উড়িয়ে দিয়েছিল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী৷

Advertisement

২০১২ থেকে চলছে সিরিয়ার গৃহযুদ্ধ৷ একদিকে প্রেসিডেন্ট বাশারের অনুগত বাহিনী৷ অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠী৷ দুই পক্ষের সংঘর্ষে বহু মানুষের প্রাণ গিয়েছে৷ গত সপ্তাহেই প্রাণ হারিয়েছে প্রায় ৬৮ জন সাধারণ নাগরিকের৷ রেয়াত করা হচ্ছে না শিশুদেরও৷ ক্ষমতা দখলের লড়াইয়ে কোনও পক্ষই হার মানতে নারাজ৷ এবারে হাসপাতালগুলি লক্ষ্য করে ধ্বংসলীলা চালানো হচ্ছে৷ এর ফলে চিকিৎসা পরিষেবা ভীষণভাবে ব্যাহত হচ্ছে বলে জানান সিরিয়ার আমেরিকান মেডিক্যাল সোসাইটির এক সদস্য৷

aleppo-hospi-blast

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement