সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছুটি নেই, রাতে ঘুমও নেই৷ আনন্দ-উৎসব, পরিবার-পরিজন সব ভুলে সীমান্তে পাহারা দিয়ে চলেছে ভারতীয় সেনা৷ জঙ্গি হামলা রুখে, শক্রু পক্ষকে ধূলিসাৎ করে দেশবাসীকে শান্তির ঘুম উপহার দিচ্ছেন জওয়ানরা৷ সেই ভারতীয় সেনাকে এবার অভিনব কায়দায় সম্মান জানাতে চলেছে ফ্রেঞ্চ ইউরোপিয়ান ইন্ডিয়ান ফ্যাশন উইক (FEIFW)৷
ফ্যাশন বলতে সাধারণত বিভিন্ন ধরনের রঙিন ট্রেন্ডি পোশাকে মডেলদের ব়্যাম্পে ক্যাটওয়াকের ছবি ভেসে ওঠে৷ তাহলে ব়্যাম্প শোয়ে আবার ভারতীয় সেনাদের জন্য কী থাকছে? প্যারিসের আইফেল টাওয়ারে অভিষেক হতে চলা এই ফ্যাশন উইকে শোভা পাবে জওয়ানদের জন্য বিশেষ পোশাক৷ আয়োজকরা জানাচ্ছেন, এর আগে কোনও ফ্যাশন উইকে ভারতীয় জওয়ানদের কথা মাথায় রেখে পোশাক প্রদর্শন করা হয়নি৷ শোয়ে হাজির থাকবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের নাম করা ফ্যাশন ডিজাইনাররা৷ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে৷ ভারতীয় জওয়ানদের পাশে থাকার বার্তা দিয়ে এমন সম্মানের আয়োজন করা হচ্ছে৷ FEIFW-এর প্রেসিডেন্ট সতীশ রেড্ডি বলেন, “সীমান্তে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন সেনারা৷ তাঁদের স্যালুট জানাতে চায় FEIFW৷”
এর আগে দিল্লিতেও একটি ফ্যাশন উইকের আয়োজন করেছিল এই সংস্থা৷ যেখানে অংশ নিয়েছিল একটি সমাজসেবী সংস্থার শিশুরাও৷ এবার গন্তব্য প্যারিস৷ তিনদিনের এই শো চলতি মাসের ২১ তারিখ শুরু হবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.