সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ছিলেন সবকিছুর উর্ধ্বে৷ তাঁর প্রয়াণে যতটা কষ্ট, শোকের ছায়া নেমেছে দেশে, ততটাই শোকস্তব্ধ আন্তর্জাতিক বন্ধুরা ও প্রতিবেশীরাও৷ দেশীয় রাজনীতির গণ্ডি পেড়িয়ে, আন্তর্জাতিক রাজনীতির আঙিনায় নিজের তথা ভারতের বলিষ্ঠ আওয়াজ পৌঁছে দিয়েছিলেন যে ব্যক্তি, তাঁর প্রয়াণে শোকাহত সমগ্র বিশ্ব৷ শোক প্রস্তাবে, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে তাঁদের সবচেয়ে কাছের বন্ধু হিসাবে উল্লেখ করল রাশিয়া৷ জানাল, রাজনীতিকে ছাপিয়ে একজন স্বচ্ছ ‘স্টেটসম্যান’ হয়ে উঠেছিলেন তিনি৷ একই ভাবে বিশ্বনেতাকে সশ্রদ্ধ প্রণাম জানায় আমেরিকা৷ মার্কিন স্টেট সেক্রেটারি মাইখ পম্পেও জানান, বাজপেয়ীর আন্তর্জাতিক দূরদর্শিতার সুফল বর্তমানেও ভোগ করছে ভারত-আমেরিকা৷
[উসকানিমূলক বার্তা ছড়ানোর অভিযোগ, পাকিস্তানে নিষিদ্ধ হতে পারে টুইটার]
কেবল রাশিয়াই নয়, ইন্দিরা পরবর্তী জামানায় ভারতের অন্যতম সেরা প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছে ব্রিটেন৷ ভারতের অন্যতম সেরা জননেতার বলে বাজপেয়ীকে সম্বোধন করেছেন ব্রিটিশ রাষ্ট্রদূত ডমিনিক আসকুইথ৷ একই ভাবে শোকবার্তা ভেসে এসেছে জাপান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও নেপাল থেকেও৷ ভারত-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর সুপরিকল্পিত কৌশলের প্রশংসা করেছেন জাপানের রাষ্ট্রদূত কেনজি হিরামাৎসু৷ তিনি বলেন, বাজপেয়ীর আমলেই ভারত-জাপান সম্পর্কের এক অনন্য নজির গড়ে ওঠে বিশ্বের দরবারে৷ ‘ভারতরত্ন’ বাজপেয়ীকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা হিসাবে সম্বোধন করেছেন কেনজি হিরামাৎসু৷
[চাপানউতোর মিটিয়ে করমর্দন করবেন পুতিন-কিম, কবে জানেন?]
অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণ কেবল ভারত, নয় বিশ্বজনীন ক্ষতি বলে শোকজ্ঞাপন করেছেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত হরিন্দর সিধু৷ জানান, এশিয়ার বিভিন্ন দেশেকে একমঞ্চে সংগঠিত করতে বাজপেয়ীর অবদানকে চিরকাল মনে রাখবে আন্তর্জাতিক মহল৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে প্রতিবেশী দেশ নেপাল ও শ্রীলঙ্কা৷ একজন সত্যিকারের বন্ধুকে হারাল নেপাল, জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী কেপি ওলি৷ একইভাবে শোক জ্ঞাপন করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মইথরিপালা সিরিসেনা৷ বলেন, গণতন্ত্রে একজন সজাগ প্রহরীকে হারাল বিশ্ব৷ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর অকাল প্রয়াণে শোকজ্ঞাপন করেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.