Advertisement
Advertisement

ঘরে উপস্থিত সেই মূর্তি নজর রাখছে সবকিছুর উপর!

দরজার দিকে তাকাতেই দেখলেন সেই বীভৎস মূর্তি তাকিয়ে রয়েছে তাঁদের দিকে!

The black demon with glowing white eyes

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 27, 2016 8:03 pm
  • Updated:August 27, 2016 8:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেদিনটা ছিল ২৬ জানুয়ারি৷ অবশেষে কেরি (নাম পরিবর্তিত) তার দেখা পেলেন৷ নতুন বাড়িতে আসার পর থেকেই তিনি বুঝতে পেরেছিলেন তাঁর ঘরে তিনি ছাড়াও অন্য কেউ রয়েছে৷ কিন্তু কে সে তা কেরি বুঝতে পারেননি৷ যখন তিনি ঘরে থাকতেন, তাঁর মনে হত কেউ যেন তাঁকে দেখছে৷ তাঁর প্রতিটি পদক্ষেপ যেন কড়া নজর রয়েছে কারও৷ আধুনিক মেয়ে কেরি গোটা বিষয়টিতে ভয় পাননি৷ বরং ভেবেছিলেন যা তিনি অনুভব করছেন তা হয়তো তাঁর মনের ভুল৷

কিন্তু ভুলটা ভাঙল চলতি বছরের ২৬ জানুয়ারি৷ কেরি গত কয়েক বছর ধরে যার উপস্থিতি টের পেয়েছিলেন, তার দেখা পেলেন৷ আর সেই অভিজ্ঞতা হয়ে উঠল ভয়াবহ৷ ২৬ জানুয়ারি নিজের ঘরেই বসেছিলেন কেরি৷ তখন সন্ধ্যা৷ সেদিন সকাল থেকেই ওই অচেনা দৃষ্টির জন্য বেশ অস্বস্তি বোধ করছিলেন তিনি৷ সন্ধেয় যখন তিনি নিজের ঘরে বসে আছেন, তাঁর ক্রমাগত মনে হতে থাকে, দরজার পাশে কেউ দাঁড়িয়ে তাঁকে দেখছে৷ ঘর থেকে বেরিয়ে যান কেরি৷ বসার ঘরে গিয়ে ইউটিউবে একটি গান ডাউনলোড করছিলেন তিনি৷ ডাউনলোড করতে করতে বেশ কিছুক্ষণ পরে ঘরে গেলে তিনি দেখেন ঘরের দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে এক বীভৎস মূর্তি৷ কালো একটি অবয়বে সাদা দুটি চোখ জ্বলজ্বল করছে৷ ওই ভয়াবহ মূর্তি একদৃষ্টে চেয়ে রয়েছে কেরির দিকে৷ সেই দৃশ্য দেখে ভয় পেয়ে কেরি ঘর ছেড়ে পালিয়ে যান৷

Advertisement

একতলায় গিয়ে তিনি তাঁর ভাইকে সেই কথা জানালে, তাঁর ভাই প্রথমটায় বিশ্বাস করতে চাননি৷ তারপর কেরির ভুল ভাঙাতে তিনি বোনকে সঙ্গে নিয়ে তাঁর ঘরে যান৷ কেরির ঘরে পৌঁছে প্রথমটায় তাঁরা কিছু দেখতে পাননি৷ কিন্তু তারপর দরজার দিকে তাকাতেই দেখলেন সেই বীভৎস মূর্তি তাকিয়ে রয়েছে তাঁদের দিকে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement