Advertisement
Advertisement
Donald Trump

‘ঈশ্বরকে ধন্যবাদ, জঙ্গি ট্রাম্প বিদায় নিচ্ছেন’, উল্লসিত ইরানের প্রেসিডেন্ট রৌহানি

বিডেনের জয়ে আমেরিকার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে ইরান।

Thank God, ‘lawless’ President and ‘terrorist’ Donald Trump is leaving, Iran’s President Hassan Rouhani says | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 16, 2020 6:30 pm
  • Updated:December 16, 2020 6:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) একজন ‘জঙ্গি ও খুনি’! তাঁর বিদায়ে তাঁরা অত্যন্ত আনন্দিত। এভাবেই কার্যত ট্রাম্পকে কটাক্ষ করে উল্লাস প্রকাশ করলেন ইরানের (Iran) প্রেসিডেন্ট হাসান রৌহানি (Hassan Rouhani)। সেই সঙ্গে এও জানিয়ে দিলেন, বিডেনের আগমনে তাঁরা বিরাট উৎফুল্ল নন। কিন্তু ট্রাম্পের বিদায়ধ্বনি বেজে যাওয়ায় তাঁরা দারুণ খুশি।

বুধবার একটি ক্যাবিনেট বৈঠকে এভাবেই দ্ব্যর্থহীন ভাষায় তিনি আক্রমণ করেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্টকে। তাঁর কথায়, ‘‘ঈশ্বরকে ধন্যবাদ। ওঁর মেয়াদের শেষ কয়েকদিন চলছে। অনেকেই বলছেন, বিডেনের আগমনে আমরা অত্যধিক উল্লসিত। কিন্তু তা নয়। ট্রাম্প যাচ্ছেন, এই কারণেই আমাদের এই আনন্দ।’’ এদিন তাঁর বক্তব্যে তিনি রীতিমতো বিস্ফোরক সব সম্ভাষণে ভরিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। ‘অত্যাচারী’, ‘সবচেয়ে বেশি আইনবিহীন প্রেসিডেন্ট’, ‘জঙ্গি ও খুনি’ এমনই সব শব্দ ব্যবহার করতে দেখা গিয়েছে রৌহানিকে।

Advertisement

[আরও পড়ুন : দিশেহারা ইমরান! দেশ চলেছে ভুল পথে, মনে করছেন ৭৭ শতাংশ পাকিস্তানি]

ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মসনদে থাকাকালীন সত্যিই ইরানের সঙ্গে সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে ওয়াশিংটনের। গত চার বছরের উত্তেজনাপূর্ণ সময় পেরিয়ে এবার নতুন শুরুর কথা ভাবছে আমেরিকাও। সদ্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জো বিডেন ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, তিনি চান ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটাতে।

ক্ষমতায় আসার পর থেকেই তেহরানের প্রতি কঠোর মনোভাব দেখিয়েছিলেন ট্রাম্প। ২০১৮ সালে একতরফাভাবে তেহরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসে আমেরিকা। পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে দু’দেশের। এবছরের জানুয়ারিতে মার্কিন বিমান হামলায় বাগদাদের বিমানবন্দরে ইরানের সেনাকর্তা জেনারেল কাশেম সোলেমানি মারা যান। পরে ইরানও ইরাকে থাকা মার্কিন ঘাঁটিগুলিতে হামলা চালায়। এরপরই আমেরিকা বা মার্কিনিদের উপর আক্রমণ করলে ইরানের ৫২টি জায়গায় সামরিক হামলা চালানো হবে হুমকি দিতে থাকেন ট্রাম্প।

[আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় ফাঁদ পেতে ৯টি খুন! ‘টুইটার কিলার’কে মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত]

এমনকী ইরান যাতে কোভিড ভ্যাকসিন কিনতে না পারে সেব্যাপারেও ট্রাম্প নাকি চক্রান্ত করেন। আজ হাসান রৌহানি এমন অভিযোগও এনেছেন। এই সমস্ত কারণেই বিডেনের জয় নিশ্চিত হওয়ার পর থেকে আমেরিকার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে ইরান। সেই সঙ্গে ট্রাম্পের পরাজয়ে নিজেদের উল্লাসও গোপন রাখতে চায়নি সেদেশের প্রশাসন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement