সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচন কমিশনের অনুমতি মেলেনি, তাও আসন্ন পাক নির্বাচনে লড়াইয়ের জোর প্রস্তুতি চালাচ্ছে ‘জামাত-উদ-দাওয়া’ প্রধান হাফিজ সইদ৷ সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এমন কিছু চাঞ্চল্যকর ছবি যা দেখে অনেকেই অবাক৷ প্রশ্ন উঠতে শুরু করেছে, একজন সন্ত্রাসবাদী কী করে স্বাধীন ভাবে কোনও দেশে ঘুরে বেরাতে পারে? কেনই বা তাকে আটক করার কোনও ব্যবস্থা করছে না পাক প্রশাসন৷ কেবল তাই নয়, অনেকেই আশঙ্কা প্রকাশ করতে শুরু করেছেন এবার পাক সংসদে গণতন্ত্রে জায়গা নেবে সন্ত্রাসবাদ বা মৌলবাদ৷
[দামী ভুল! শো-রুম থেকে বেরিয়েই দুর্ঘটনায় শেষ কোটি টাকার ফেরারি]
অনেক আগেই খবরে এসেছিল যে, পাক সাধারণ নির্বাচনে লড়াইয়ের জন্য ইচ্ছা প্রকাশ করেছে জামাতের রাজনৈতিক সংগঠন মিল্লি মুসলিম লিগ৷ তবে, তাদের রাজনৈতিক দল হিসাবে রেজিস্টার করেনি পাক নির্বাচন কমিশন৷ কিন্তু সেক্ষেত্রেও দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশকে কার্যত তোয়াক্কা না করেই প্রস্তুতি চালাচ্ছে জামাত-উদ-দাওয়া৷ সূত্রের খবর, পাকিস্তানের একাধিক স্থানে ইতিমধ্যেই নিজেদের পার্টি অফিস খুলতে শুরু করেছে মিল্লি মুসলিম লিগ৷ জোরকদমে চালাচ্ছে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন৷ আর এই সমস্ত ক্ষেত্রেই পিছন থেকে সাহায্য করেছে আন্তর্জাতিক কালো তালিকাভুক্ত জঙ্গি হাফিজ সইদ৷ আর সামনে এগিয়ে দিয়েছে তার অন্যতম সহযোগী আবদুল রেহমান মাক্কি, ছেলে তালহা সইদ ও জামাই খালিদ ওয়ালিদকে৷
[ট্রাম্পের নীতির জের, আমেরিকায় ‘বন্দি’ শতাধিক ভারতীয় শিশু]
সম্প্রতি প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, ইসলামাবাদের একাধিক এলাকায় নয়া পার্টি অফিসের উদ্বোধন করছেন হাফিজ সইদ৷ কেমন ভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালানো হবে তাই নিয়ে তৈরি করা হচ্ছে গেম প্ল্যান৷ কেবল তাই নয়, যেহেতু পাক নির্বাচন কমিশন মিল্লি মুসলিম লিগকে মান্যতা দেয়নি, তাই বিভিন্ন আসনে নির্দল প্রার্থী হিসাবে জঙ্গিদের দাঁড় করাচ্ছে জামাত৷ আর এখান থেকেই, পাক গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার মেঘ জমতে শুরু করেছে৷ প্রশ্ন উঠছে, পাক সংসদে এবার কি ভিড় জমাবে মৌলবাদিরা?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.