Advertisement
Advertisement

Breaking News

ফের রক্তাক্ত আমেরিকা, বন্দুকবাজের হামলায় শিশু-সহ মৃত ১০

অধরা বন্দুকবাজ৷

Ten shot at apartment complex in California, 3 critical
Published by: Kumaresh Halder
  • Posted:September 3, 2018 6:45 pm
  • Updated:September 4, 2018 12:25 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হানা৷ বন্দুকবাজের হামলার ঘটনায় শিশু-সহ ১০ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে৷ স্থানীয় সময় রবিবার রাতে ক্যালিফোর্নিয়ার একটি আবাসনে নির্বিচারে গুলি বর্ষণের ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন৷ আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন৷ আততায়ীর খোঁজে তল্লাশি শুরু করেছে ক্যালিফোর্নিয়া পুলিশ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও কাউকে গ্রেপ্তার করা না গেলেও সিসিটিভি ফুটেজ দেখে বন্দুকবাজকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ৷

[শৌচালয় পরিষ্কারে প্রয়োজন অমুসলিম কর্মী! পাক সেনার বিজ্ঞাপন ঘিরে বিতর্ক]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে আবাসনের মাঠে ছুটি কাটাচ্ছিলেন স্থানীয় একটি আবাসিকের বেশ কয়েকটি পরিবার৷ মাঠের এক প্রান্তে খালায় মেতেছিল খুদে পড়ুয়ারাও৷ কিন্তু তখনই বাধল বিপত্তি৷ মাঠের একপ্রান্তে শুরু এলোপাথাড়ি গুলি৷ বন্দুকবাজের হামলায় শিশু-সহ ১০ জনের মৃত্যু হয়৷ পুলিশ জানিয়েছে, তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ক্যালিফোর্নিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে৷

Advertisement

[রয়টার্সের ২ সাংবাদিককে ৭ বছরের জেলের সাজা দিল মায়ানমার]

পুলিশ সূত্রে খবর, রবিবার আনুমানিক সাড়ে ১০টা নাগাদ হামলা চালায় সান বার্নাডিনো নামে এক যুবক৷ পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত বন্দুকবাজ সান বার্নাডিনো দীর্ঘদিন ধরে মানসিক অসুখে ভুগছিল৷ পুলিশ জানিয়েছে, ওই আবাসনে ১০০টি পরিবার রয়েছে৷ এই ঘটনার পর আবাসন এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ পুলিশ রাতে গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে যায়৷ আবাসনের মাঠে গুলিবিদ্ধ হয়ে মৃত ১০টি দেহ উদ্ধার করে৷ মৃতদের মধ্যে শিশুও রয়েছে বলে খবর৷ আহতদেরও উদ্ধার করে পুলিশ৷

[OMG! এই কারণে ধীরে ধীরে জলের তলায় যাচ্ছে ব্যাংকক!]

স্থানীয়দের দাবি, অভিযুক্ত বন্দুকবাজ আবাসনের মাঠে গুলি চালিয়ে চম্পট দেয়৷ পরে পুলিশ পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করে৷ অভিযুক্তের নাম-পরিচয় প্রকাশ করে পুলিশ৷ অভিযুক্ত যুবকে ধরতে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশের৷ তাদের আশঙ্কা, নিজেকে বাঁচাতে অভিযুক্ত ওই যুবক আবাসনের মধ্যে লুকিয়ে থাকতে পারে৷ ফলে, বাসিন্দাদের সতর্ক থাকতেও নির্দেশ দিয়েছে পুলিশ৷ অভিযুক্ত যুবকের সঙ্গে কোনও জঙ্গিযোগ আছে কি না তা জানতেও শুরু হয়েছে তল্লাশি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement