Advertisement
Advertisement
Chicago

শিকাগোর শপিং মলে আততায়ীর গুলিতে নিহত ভারতীয় পড়ুয়া

তিন মাস আগে এমবিএ পড়তে আমেরিকায় এসেছিলেন তেলেঙ্গানার ওই তরুণ।

Telangana student shot dead in Chicago shopping mall
Published by: Biswadip Dey
  • Posted:November 30, 2024 6:56 pm
  • Updated:November 30, 2024 6:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিকাগোর শপিং মলে আততায়ীর গুলিতে প্রাণ হারালেন ২২ বছরের এক ভারতীয় পড়ুয়া। তিনি তেলেঙ্গানার বাসিন্দা। তিন মাস আগে এমবিএ পড়তে পা রেখেছিলেন মার্কিন মুলুকে। ওই মলে তিনি পার্ট টাইম চাকরি করতেন বলে জানা যাচ্ছে।

প্রয়াত তরুণের নাম সাই কেদা নুকারাপু। দেশে বিবিএ পাশ করার পর আমেরিকায় এসেছিলেন এমবিএ পড়তে। পড়াশোনার ফাঁকে হাতখরচ জোগাড় করতে ভারত-সহ উপমহাদেশের বহু পড়ুয়াই পার্ট টাইম চাকরি করেন নানা জায়গায়। সাইও কাজ করতেন শিকাগোর এক শপিং মলে। বসতেন ক্যাশ কাউন্টারে। আচমকাই সেখানে হাজির হয় একদল সশস্ত্র আততায়ী। তাদেরই একজন গুলি করে সাইকে। তিনি লুটিয়ে পড়তেই তার কাউন্টারে থাকা নগদ অর্থ হাতিয়ে পালায় তারা। পরে দেখা যায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ভারতীয় তরুণের। পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

মাত্র সপ্তাহখানেক আগেই তেলেঙ্গানা থেকে আমেরিকায় পড়তে আসা আরও এক পড়ুয়ার মৃত্যু হয় গুলিবিদ্ধ হয়েছে। তবে তাঁকে কেউ আক্রমণ করেনি। জর্জিয়ায় থাকতেন ২৩ বছরের আরিয়ান রেড্ডি নামের ওই পড়ুয়া। তিনি নিজের বন্দুক থেকে ভুল করে গুলি ছুড়ে ফেলেন। আর সেই গুলিতে নিজেই বিদ্ধ হয়ে প্রাণ হারান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement