ছবি: প্রতীকী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা আত্মহত্যা, যা কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে৷ প্রত্যেককে ভাবতে বাধ্য করছে, একবিংশ শতাব্দীতে কোথায় এসে দাঁড়িয়েছি আমরা? মানুষ এখন এতটাই নির্মম হয়ে উঠেছে যে, কাউকে আত্মহত্যা করতে দেখলেও থামাচ্ছে না, বরং তাকে আরও বেশি করে উৎসাহ দিচ্ছে৷ যা মানবতার বর্বরোচিত রূপটাকে প্রকাশ্যে এনেছে৷
[জানেন, এই শহরগুলিতে থাকার জন্য আর্থিক সুবিধা দেয় সরকার?]
ঘটনাটি চিনের উত্তরাংশের গানসু প্রদেশের৷ জীবনের প্রতি বিরক্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন লি নামের বছর উনিশের এক তরুণী৷ বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি৷ দুঃখজনক, হলেও আজকের দিনে এটা অতি সাধারণ ঘটনা৷ প্রত্যেকদিনই বিশ্বের কোথাও না কোথাও এমন ঘটনা ঘটছে৷ কিন্তু আশ্চর্যের বিষয় হল, যখন লি আত্মহত্যা করছেন, তখন তাকে উৎসাহিত করছিলেন প্রত্যক্ষদর্শীরা৷ ওই বাড়িরই নিচে দাঁড়িয়ে থাকলেও প্রত্যক্ষদর্শীরা কেউ মেয়েটিকে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে বাধা দেননি৷ এমনকি মেয়েটি আত্মহত্যা করলে তাকে বিদ্রূপ করতেই ব্যস্ত ছিল তাঁরা৷ আর এই ঘটনাই বর্তমানে চরম বিতর্ক সৃষ্টি করেছে চিনের সোশ্যাল মিডিয়ায়৷
[বাংলাদেশের নাগরিক নন খালেদা জিয়ার পুত্র, বিস্ফোরক দাবি আওয়ামি নেতার]
চিনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস সূত্রে জানা গিয়েছে, ২০১৬-তে যখন লি’য়ের বয়স ছিল ১৭ তখন একটি ভয়াবহ ঘটনা ঘটেছিল তার সঙ্গে৷ স্কুলের এক শিক্ষকের লালসার শিকার হতে হয় তাকে৷ মেয়েটির বাবা জানিয়েছেন, তারপর থেকে জীবনের প্রতি মায়া চলে গিয়েছিল লি’য়ের৷ আগেও অনেকবার সে করেছিল আত্মহত্যার চেষ্টা৷ চিকিৎসা করানো হলেও কোনও পরিবর্তন হয়নি তার৷ তবে আত্মহত্যার ঘটনার থেকেও এখন চিনের সোশ্যাল মিডিয়ায় বিতর্কের বিষয় হয়ে উঠেছে প্রত্যক্ষদর্শীদের ঘটানো অমানবিক বিষয়টি৷ অনেকেই প্রশ্ন করছেন, আধুনিকতার মোহে মানুষ কি মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.