Advertisement
Advertisement

Breaking News

USA Flight

বিকল গোটা দেশের নজরদারি ব্যবস্থা, আমেরিকায় এক লহমায় থমকে গেল সমস্ত বিমান পরিষেবা  

বাতিল হয়েছে মোট ১২০০ বিমান।

Technical glitch at USA location system, all flight service suspended in USA | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:January 11, 2023 6:01 pm
  • Updated:January 11, 2023 8:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রযুক্তিগত সমস্যায় থমকে গেল আমেরিকার (USA) সমস্ত বিমান। জানা গিয়েছে, একসঙ্গে প্রায় ৪০০টি বিমানকে জরুরি অবতরণ করানো হয়। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে পাঁচটা নাগাদ আচমকাই বিকল হয়ে যায় বিমানের গতিবিধি নজরে রাখার কম্পিউটারগুলি। একসঙ্গে সারা দেশের সমস্ত বিমান (USA Flight) পরিষেবা বন্ধ হয়ে যায়। সেদেশের অসামরিক বিমান পরিবহণের তরফে জানানো হয়েছে, আপাতত পুরো সিস্টেম সারানোর কাজ চলছে। প্রায় ঘণ্টা তিনেক বাদে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। তবে পুরোপুরিভাবে বিমান পরিষেবা শুরু হয়নি। 

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে পাঁচটা নাগাদ আমেরিকার সমস্ত বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আমেরিকাগামী বিদেশি বিমান পরিষেবাও ব্যাহত হয়। আমেরিকা থেকে কোনও বিমানকে বিদেশে পাড়ি দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। পরে জানা যায়, বিকল হয়ে গিয়েছে দেশের উড়ান নিয়ন্ত্রক ব্যবস্থা। ফলে কোন বিমান কোথায় রয়েছে, সেই সংক্রান্ত তথ্য পাওয়া কঠিন হয়ে পড়ে। তড়িঘড়ি জরুরি অবতরণ করানো হয় দেশের সমস্ত বিমানকে।

[আরও পড়ুন: পাকিস্তানের প্রতি দরাজহস্ত আরব, ইসলামাবাদে বিপুল বিনিয়োগের ভাবনা সৌদি রাজার]

দেশজুড়ে এহেন বিপর্যয়ের পর বাতিল করা হয়েছে ৯৩টি বিমান। ঘটনার দেড় ঘণ্টা পরেও পরিস্থিতির উন্নতি হয়নি বলেই জানা গিয়েছে। ব্যাহত হয়েছে আমেরিকার সঙ্গে যুক্ত মোট ১২০০টি বিমানের পরিষেবা। অসামরিক বিমান পরিবহন দপ্তরের তরফে বলা হয়েছে, খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে বিমানের নজরদারি ব্যবস্থা। প্রাথমিক অনুমান, নতুন করে চালু করতে হবে পুরো সিস্টেম। কিন্তু সেই কাজ শেষ হতে কত সময় লাগবে, তা নিয়ে কিছু জানায়নি দপ্তর।

আমেরিকার আকাশসীমা পুরোপুরি বন্ধ, এহেন ঘটনায় হতবাক সাধারণ মানুষ। সমস্ত বিমানম পরিষেবা বন্ধের ফলে নিজেদের ভোগান্তির কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তাঁরা। মার্কিন উড়ান বিশেষজ্ঞদের মতে, এমন ঘটনা সত্যিই বিরল। ৯/১১ হামলার পরে কোনওদিন এই ভাবে বিমান পরিষেবা থমকে যায়নি বলেই জানাচ্ছেন তাঁরা। দেশজুড়ে মারাত্মক সমস্যা তৈরি করবে এই বিভ্রাট, আশঙ্কায় মার্কিন নাগরিকরা।

[আরও পড়ুন: সরকার-বিরোধী আন্দোলনে উত্তাল পেরু, একদিনে নিহত ১৭, জারি কারফিউ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement