Advertisement
Advertisement
Hitler

হিটলারের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, নেটিজেনের তোপের মুখে তথ্যপ্রযুক্তি কর্মী

তোপের মুখে পড়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করেছেন তিনি।

Techie slammed for posting qualities of Hitler, deletes LinkedIn post and account | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:May 26, 2023 2:11 pm
  • Updated:May 26, 2023 2:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় হিটলারের (Adolf Hitler) সমর্থনে পোস্ট করেছিলেন। তারপরেই নেটিজেনদের রোষের মুখে পড়লেন বিখ্যাত সংস্থার উচ্চপদস্থ কর্মী। নেটদুনিয়ায় লাগাতার আক্রমণের মুখে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হন ওই ব্যক্তি। গোটা ঘটনার পরে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিটও করে দিয়েছেন তিনি।

জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম নীরব মালহোত্রা। বিখ্যাত সংস্থা ডেলয়েটের অ্যাসোসিয়েট ডিরেক্টর পদে নিযুক্ত আছেন তিনি। কয়েকদিন আগেই লিঙ্কডইনের (LinkedIn) প্রোফাইল থেকে নীরব একটি পোস্ট করেন। ব্যক্তি হিসাবে অ্যাডলফ হিটলারের কী কী গুণ ছিল, সেই নিয়ে বিস্তারিত বিবরণ লেখেন নীরব। সেই পোস্ট থেকেই শুরু হয় যাবতীয় বিতর্কে। 

Advertisement

[আরও পড়ুন: IPL চলাকালীনই সারার সঙ্গে বিচ্ছেদ শুভমনের, ইনস্টাগ্রামে বড় ইঙ্গিত]

কী লেখা ছিল এই বিতর্কিত পোস্টে? নীরব জানান, কয়েকদিন আগেই হিটলারের ব্যক্তিত্ব সংক্রান্ত একটি বই পড়েছেন তিনি। তারপরেই তিনি উপলব্ধি করেন, নেতা হিসাবে অসাধারণ ছিলেন জার্মান একনায়ক। লিঙ্কডইনে নীরব লেখেন,”আত্মবিশ্বাসী, দূরদর্শি, সুবক্তা ছিলেন হিটলার। এছাড়াও খুবই বুদ্ধিমান ছিলেন তিনি, বড় মাপের সিদ্ধান্ত নিতেও ভয় পেতেন না। এই গুণগুলো আমাদের জীবনেও কাজে লাগানো যেতে পারে।” নাৎসি কায়দায় হিটলারকে স্যালুট জানিয়ে নিজের বক্তব্য শেষ করেন নীরব।

খুব সময়ের মধ্যেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে এই পোস্ট। নীরবের লেখার ছবি তুলে নিন্দায় সরব হন নেটিজেনরা। একজন লেখেন, “লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ ছিলেন হিটলার, কিন্তু তাতে কী এসে যায়? স্যালুট জানাতে হবে তাঁকে।” আরেকজনের মতে, “ইতিহাসের সবচেয়ে শয়তান আর নিষ্ঠুর মানুষ ছিলেন হিটলার।” লাগাতার আক্রমণের মুখে পড়ে ক্ষমা চেয়ে নিজের পোস্ট ডিলিট করেন নীরব। লিঙ্কডইন থেকে নিজের প্রোফাইলও সরিয়ে ফেলেন তিনি। 

[আরও পড়ুন: দ্বিতীয় বিয়ে করছেন স্বামী, খবর পেয়ে আবেগঘন পোস্ট আশিস বিদ্যার্থীর প্রথম স্ত্রীর!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement