Advertisement
Advertisement

Breaking News

Pakistan Taslima Nasreen

‘তালিবান পাকিস্তানেরও দখল নিলে অবাক হব না’, লাগাতার জেহাদি হামলা নিয়ে সরব তসলিমা

পাকিস্তানে লাগাতার হামলা চালাচ্ছে তেহরিক-ই-তালিবান।

Taslima Nasreen says Won't be surprised if Taliban takes control of Pakistan | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:February 18, 2023 9:03 pm
  • Updated:February 18, 2023 9:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (Pakistan) দুরবস্থা নিয়ে মুখ খুললেন তসলিমা নাসরিন। বাংলাদেশি লেখিকা বলছেন, আফগানিস্তানের মতো তালিবান একদিন পাকিস্তানের দখল নিলে তিনি অবাক হবেন না। সম্প্রতি, পাকিস্তানি তালিবানের একের পর এক হানায় বিপর্যস্ত ইসলামাবাদ। কখনও মসজিদে তো কখনও পুলিশ ক্যাম্পে হামলা করছে তারা। আর একের পর এক আত্মঘাতী হামলা হলেও তা ঠেকাতে কার্যত ব্যর্থ শাহবাজ শরিফের প্রশাসন।

পুলিশ ক্যাম্পে আত্মঘাতি বিস্ফোরণের পর পাকিস্তানজুড়ে ব্যাপক ধরপাকড় চলছে। এর মাঝেই সে দেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন তসলিমা (Taslima Nasreen)। টুইটারে লিখলেন, “ISIS -এর দরকার নেই। পাকিস্তানে সন্ত্রাসবাদি কার্যকলাপ চালাতে পাকিস্তানি তালিবানই যথেষ্ট।” তাঁর আরও সংযোজন, “আমি অবাক হব না, যদি আফগানিস্তানের মতো একদিন পাকিস্তানেরও দখল নেয় তালিবান।”

Advertisement

 

[আরও পড়ুন: কখনও প্রেমে পড়েছেন? কী বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?]

সম্প্রতি এক রিপোর্টে বলা হয়েছে, আফগানিস্তানে তালিবান শাসন কায়েম হওয়ার পর থেকেই অতিসক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন জেহাদি সংগঠনগুলি। বিশেষ করে পাকিস্তানে একাধিক হামলা চালিয়েছে টিটিপি। বারবার আলোচনায় বসেও সংগঠনটিকে অস্ত্র পরিহারে বাধ্য করতে পারেনি পাক প্রশাসন। গত দেড় দশক ধরে পাক সেনাকর্মী ও সাধারণ নাগরিকদের উপরে লাগাতার হামলা চালিয়েছে তেহরিক-ই তালিবান পাকিস্তান বা টিটিপি জঙ্গিরা। যার মধ্যে অন্যতম ২০১৪ সালে সেনা স্কুলের জঙ্গি হামলা। একের পর এক জঙ্গি হামলা করে গিয়েছে টিটিপি। আর তা দেখেই এমন ‘ভবিষ্যতবাণী’ করলেন তসলিমা। 

[আরও পড়ুন: ‘ডিভোর্স’ রুখে দেবেন শিব-পার্বতী! বিশ্বাসে ভর করে শিবরাত্রিতে এই মন্দিরে ভিড় জমান দম্পতিরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement