Advertisement
Advertisement

Breaking News

Singapore

সিঙ্গাপুরে কাজ করতে গিয়ে ট্যাঙ্ক পরিষ্কার, বিষাক্ত গ্যাসে প্রাণ গেল তামিলনাড়ুর যুবকের!

এই ঘটনার তদন্ত করছে পুলিশ।

Tamil man dies of toxic gas to clean a tank at Singapore workplace

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:May 29, 2024 9:23 pm
  • Updated:May 29, 2024 9:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিঙ্গাপুরে কাজ করতে গিয়ে প্রাণ গেল তামিলনাড়ুর যুবকের! মৃতের নাম শ্রীনিবাসন শিবরামন। তিনি সেদেশের একটি দেখভালকারী সংস্থায় কর্মরত ছিলেন। জানা গিয়েছে, সেখানে একটি ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে প্রাণ হারান শ্রীনিবাসন। একইভাবে ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে গ্যাসের জন্য গুরুতর অসুস্থ হয়েছেন মালয়শিয়ার দুজন নাগরিক। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের।  

সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, বছর চল্লিশের শ্রীনিবাসন কর্মসূত্রে সিঙ্গাপুরেই থাকতেন। চোয়া চু কাং ওয়াটারওয়ার্কসের ক্লিনিং ম্যানেজার হিসাবে কাজ করতেন তিনি। গত ২৩ মে পাবলিক ইউটিলিটি বোর্ডের একটি ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন শ্রীনিবাসন। তাঁর সঙ্গে ছিলেন মালয়শিয়ার দুজন। কিন্তু  কিছুক্ষণ পর তাঁদের ট্যাঙ্কের ভিতর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে একদিন চিকিৎসাধীন থাকার পর শ্রীনিবাসনের মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে উঠে আসে, বিষাক্ত গ্যাস শরীরে ঢুকেই তিনি প্রাণ হারিয়েছেন। এখনও ওই দুজনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

[আরও পড়ুন: ক্ষেপণাস্ত্র অতীত! এবার মলমূত্রে ভরা বেলুন দিয়েই দক্ষিণ কোরিয়ায় ‘হামলা’ কিমের

এখনও এই ঘটনার তদন্ত করছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনার কয়েকদিন আগেই দুই মেয়েকে নিয়ে সিঙ্গাপুরে গিয়েছিলেন শ্রীনিবাসনের স্ত্রী। কথা ছিল সকলে মিলে মালয়শিয়ার ছুটি কাটাতে যাবেন। সেই মতো ঘুরতে যাওয়ার সমস্ত পরিকল্পনা করা হয়ে গিয়েছিল। কিন্তু তার আগেই এই অঘটন ঘটে যায়। গতকাল অর্থাৎ মঙ্গলবার শ্রীনিবাসনের দেহ এসে পৌঁছয় তামিলনাড়ুর তাঞ্জাভুর গ্রামে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শ্রীনিবাসনের মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। 

[আরও পড়ুন: আমেরিকার চাপেও থামছেন না নেতানিয়াহু, রাফার শরণার্থী শিবিরে ইজরায়েলি বোমায় মৃত ২১!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement