সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় দুই দশক পর শেষ হল আমেরিকার ‘মিশন আফগানিস্তান’। সোমবার রাতের অন্ধকারে কাবুল বিমানবন্দর থেকে শেষ মার্কিন সৈনিক ক্রিস্টোফার ডনাহিউ টারমাক ছাড়তেই আফগানভূমে নিরঙ্কুশ হল তালিবানের (Taliban) রাজত্ব। আর তারপরেই হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের দখল নিল তালিবানের কুখ্যাত স্পেশ্যাল ফোর্স ‘বদরি ৩১৩’।
#Taliban took the full control of #kabulairport after the last aircraft of The US troops left #Kabul. pic.twitter.com/anl2STTeR9
— Aśvaka – آسواکا News Agency (@AsvakaNews) August 31, 2021
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, কাবুল বিমানবন্দর থেকে শেষ মার্কিন বিমানটি রওনা দিতেই সেখানে প্রবেশ করে বদরি-৩১৩। এই বিষয়ে তালিবানের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদের বক্তব্য, “মার্কিন সেনা প্রত্যাহার আফগান জনগণের জয়। এবার কাবুল বিমানবন্দরে প্রবেশ করছে তালিবানের বদরি-৩১৩ বাহিনী।” এছাড়া, বিমানবন্দরে বদরি কমান্ডোদের সঙ্গে তালিব নেতা আনাস হাক্কানিকে দেখা যায়। সবমিলিয়ে, এই মুহূর্তে আফগানিস্তানে (Afghanistan) আটকে থাক মার্কিন ও অন্য দেশের মানুষের কাবুল ছাড়ার শেষ উপায়ও বন্ধ হয়ে গিয়েছে।
এদিকে, মার্কিন ফৌজের সেন্ট্রাল কমান্ড বা CENTCOM-এর প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি জানিয়েছেন, শেষ মুহূর্তে পত্রে ১ হাজার ৫০০ আফগান নাগরিককে কাবুল থেকে বের করে আনা হয়েছে। সেই দেশে আটকে থাক বাকি মার্কিন ও আফগানদের বের করে আনতে তালিবান নেতাদের সঙ্গে আলোচনা চলছে। এই প্রসঙ্গে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, এখনও আফগানিস্তান থেকে উদ্ধারকাজ বন্ধ করা হবে না। তবে কীভাবে সেই কাজ করা হবে তা নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে।
উল্লেখ্য, বদর যুদ্ধের স্মৃতিতেই এই কমান্ডো বাহিনীর নামকরণ করেছে তালিবান। ৬২৪ খ্রিস্টাব্দে হজরত মহম্মদ মাত্র ৩১৩ জন যোদ্ধাকে নিয়ে মদিনার অদূরে বদর উপত্যকার যুদ্ধে হারিয়েছিলেন বিশাল কুরাইশ বাহিনীকে। সেই যুদ্ধের স্মরণেই নয়া বাহিনীর নাম। আগেই সোশ্যাল মিডিয়ায় এনিয়ে শুরু হয়েছিল তুমুল আলোচনা। কাবুলের রাস্তায় বদরি কমান্ডোদের টহল দেওয়ার ছবিও ভাইরাল হয়েছে। ঢিলে পাজামা ও কুর্তা পরা মধ্যযুগের বর্বর দস্যুদের মতো দেখতে তালিবান জঙ্গিদের সঙ্গে বদরি বাহিনীর তফাৎ চোখে পড়ার মতো। এবার কাবুল বিমানবন্দরের সুরক্ষায় তাদের মোতায়েন করল তালিবান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.