Advertisement
Advertisement

আফগান সেনাঘাঁটি দখল তালিবানের, প্রবল সংঘর্ষে নিহত ১০ সৈনিক

জঙ্গিদের দখলে সেনার অত্যাধুনিক ট্যাঙ্ক।

Taliban overruns Afghan army base, 10 soldiers dead
Published by: Monishankar Choudhury
  • Posted:August 14, 2018 4:10 pm
  • Updated:August 14, 2018 4:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের তালিবান হানায় রক্তাক্ত আফগান সেনাঘাঁটি। উত্তর আফগানিস্তানের একটি সেনাঘাঁটিতে ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় প্রাণ হারিয়েছেন ‘আফগান ন্যাশনাল আর্মি’-র ১০ সৈনিক। আহত বহু। আর্মি বেসটির একটি অংশ এখনও জঙ্গিদের দখলে রয়েছে।

[যাত্রী নিরাপত্তার স্বার্থে ৩০১টি ট্রেনের সময়সূচি বদল ভারতীয় রেলের]

মঙ্গলবার আফগান প্রশাসন জানায়, গত দু’দিন ধরেই তালিবান জঙ্গিদের সঙ্গে লড়াই চলছে আফগান সেনার। রবিবার থেকেই চেনাইহা আর্মি বেস দখল করার উদ্দেশ্যে হামলা চালাতে শুরু করে তালিবান জঙ্গিরা। তারপর থেকেই সেনা ও জঙ্গিদের মধ্যে চলছে ভয়াবহ লড়াই। সেনাঘাঁটিটি ফরয়াব প্রদেশে অবস্থিত। ওই অঞ্চলে রয়েছে একাধিক তালিবান শিবির। ফলে লাগাতার হামলার মুখে পড়ছে সরকারি বাহিনী। ইতিমধ্যেই সেনাঘাঁটির একটি বড় অংশ দখল করেছে জঙ্গিরা। সেনাবাহিনীর ট্যাঙ্ক, গোলাবারুদ-সহ অত্যাধুনিক হাতিয়ার কবজা করে ফেলেছে জঙ্গিরা। ফলে আপতত প্রবল চাপে রয়েছে সরকারি বাহিনী। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, দেশে ফের শক্তি বাড়াচ্ছে তালিবান। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে টেক্কা দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ সেনাঘাঁটিগুলি দখলের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে এই জঙ্গিগোষ্ঠী।       

Advertisement

স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্তা মহম্মদ তাহির রহমানি জানিয়েছেন, সেনাঘাঁটিতে এখনও কবজা রয়েছে জঙ্গিদের। প্রচণ্ড লড়াই চলছে। তবে কিছুটা হলেও চাপে রয়েছে সরকারি বাহিনী। আফগান সংবাদমাধ্যমকে রহমানি জানান, হামলায় মৃত্যু হয়েছে ১০ আফগান সেনার। আহত ১৫ জন। প্রায় ৩০ জন সৈনিক ধরা পড়েছে তালিবান জঙ্গিদের হাতে। সংঘর্ষে নিকেশ হয়েছে ৩০ জেহাদিও। যদিও বেসরকারি পরিসংখ্যান মতে, অন্তত ৪০ জন সৈনিকের মৃত্যু হয়েছে। অন্যদিকে গজনি প্রদেশেও সরকারি বাহিনীর উপর হামলা চালিয়ে যাচ্ছে তালিবান জঙ্গিরা। দেশের দক্ষিণ অংশের সঙ্গে কাবুল পর্যন্ত যে সড়কটি রয়েছে সেটি দখল করতে চাইছে তারা। লড়াইয়ে আফগান বাহিনীকে সাহায্য করছে মার্কিন বায়ুসেনা। জঙ্গিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বোমারু বিমান।

[আকাশপথে মৃত্যুদূতের হানা, স্বাধীনতা দিবসে হাড়হিম করা সতর্কবার্তা গোয়েন্দাদের  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement