সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তালিবানকে সমর্থন করেছে পাকিস্তান (Pakistan)। পঞ্জশির দখলে তালিবানকে মদত জুগিয়েছে তারাই। দাবি অন্তত তেমনই। আফগানিস্তানের অন্দরে বাড়ছে ক্ষোভ। পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিয়ে মঙ্গলবার রাস্তায় নামলেন আফগান মহিলারা। তাদেরও রেহাই দিল না তালিবান। মহিলাদের উপরই এলোপাথাড়ি গুলি চালাল জেহাদিরা। হতাহতের খবর এখনও মেলেনি।
মঙ্গলবার কাবুলের রাস্তায় তালিবানের (Taliban Terror) বিরুদ্ধে সরব আম আফগানিরা। মিছিলে পুরুষরা থাকলেও বোরখা পরিহিত মহিলাদের সংখ্যা ছিল অনেক বেশি। হাতে ছিল প্ল্যাকার্ড, আফগানিস্তানের (Afghanistan) পতাকা। মুখে ছিল পাকিস্তান, আইএসআইয়ের বিরুদ্ধে স্লোগান। মিছিল কিছুক্ষণ চলার পরই এলোপাথাড়ি গুলি ছোড়ে তালিব জেহাদিরা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই মিছিলের ভিডিও।সেখানে দেখা গিয়েছে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন আফগান নাগরিকরা। তাঁদের মুখে শোনা গিয়েছে, ‘স্বাধীনতা চাই’ থেকে ‘পাকিস্তান দূর হঠো’ স্লোগান। আইএসআই ‘দূর হঠো’ স্লোগানও শোনা গিয়েছে তাদের গলায়। সম্মিলিতভাবে তাদের দাবি, পঞ্জশির দখলের অধিকার নেই কারওর। সে পাকিস্তান বা তালিবান যেই হোক না কেন। আমাদের স্বাধীনতা দিতেই হবে।” এদিন সেই বিদ্রোহী কণ্ঠস্বর দমাতেই মরিয়া ছিল তালিবান। মহিলাদের উপরে হামলা চালাতেও দ্বিধা করল না তারা।
#Breaking (Asvaka Exclusive)
Happening now near Presidential Palace.
Taliban open fire on anti-Pakistan protesters who were marching towards ARG & Kabul Serena Hotel where the #Pak ISI director is living. pic.twitter.com/XvtMcM3OcI— Aśvaka – آسواکا News Agency (@AsvakaNews) September 7, 2021
Anger mounting on the streets of Kabul, people chanting “freedom” and “death to Pakistan”. The demonstrators, many of them women, are in the centre of the Afghan capital #Afghanistan pic.twitter.com/Jg5RDzFsiA
— Yalda Hakim (@BBCYaldaHakim) September 7, 2021
উল্লেখ্য, আজ থেকে নয়, সেই আশির দশক থেকেই সোভিয়েত-বিরোধী লড়াইয়ের মুখ ছিল পঞ্জশির। আফগান মুজাহিদ কমান্ডার আহমেদ শাহ মাসুদ ছিলেন সেই আন্দোলনের পুরোধা। সময় দাঁড়িয়ে থাকে না। এই মুহূর্তে তালিবানের বিরুদ্ধে লড়াইয়ে সেই পঞ্জশিরেরই আরেক নেতার নাম উঠে আসছে। তিনি আহমেদ মাসুদ। পঞ্জশিরের কিংবদন্তি ‘সিংহ’ আহমেদ শাহ মাসুদের বড় ছেলে। পাক বিমানবাহিনীর এবং তালিবানের হামলায় পঞ্জশির উপত্যকার জনবসতিগুলি হাতছাড়া হয়েছে মাসুদ বাহিনীর। তবে তাজিক যোদ্ধারা হিন্দুকুশের দুর্গম পাহাড়ি এলাকা নিয়ন্ত্রণে রেখেছেন বলে খবর। সেখান থেকে তালিবান বাহিনীর বিরুদ্ধে দীর্ঘকালীন গেরিলা যুদ্ধও চালাতে পারেন তিনি। একই রণকৌশলে আশির দশকে সোভিয়েত সেনার মোকাবিলা করেছিলেন ‘সিনিয়র মাসুদ’। ফলে লড়াই এখনও শেষ হয়নি বলেই মনে করছেন বিশ্লেষকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.