Advertisement
Advertisement

Breaking News

Taliban Terror

আফগান সেনার কাটা মাথা নিয়ে উল্লাস তালিবানের! ভিডিও দেখে শিহরিত বিশ্ব

তালিবান সুপ্রিমো আখুন্দজাদার নামে স্লোগান দিতে দেখা যায় জঙ্গিদের।

Taliban militants behead Afghan soldier in a chilling video। Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:September 12, 2021 11:34 am
  • Updated:September 12, 2021 12:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তালিবান (Taliban) আছে তালিবানেই। নতুন করে আফগানিস্তান (Afghanistan) দখলের পর যতই শান্তির বুলি আওড়াক তারা, আসলে যে তাদের মধ্যে কোনও পরিবর্তনই হয়নি তা ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। এবার এক আফগান সেনাকর্মীর মাথা কেটে গান গেয়ে বীভৎস উল্লাসে মাততে দেখা গেল তালিবানকে। ‘ওয়াশিংটন এগজামিনার’ নামের এক সংবাদমাধ্যম প্রথম এই ছবি প্রকাশ করেছে।

সেই সঙ্গে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে একটি ৩০ সেকেন্ডের ভিডিও। সেই ভিডিও দেখে শিহরিত বিশ্ব।
কী দেখা গিয়েছে ভিডিওয়? ছ’জন রাইফেলধারীকে দেখা গিয়েছে ভিডিওটিতে। পাশাপাশি আরেক জনকে দেখা গিয়েছে যার হাতে রয়েছে দু’টি রক্তাক্ত ছুরি। তাদের সামনে পড়ে রয়েছে এক আফগান সেনার মুণ্ডহীন ধড়। উজ্জ্বল সবুজ রঙের উর্দি থেকে পরিষ্কার, দেহটি এক আফগান সেনারই। সেই মৃতদেহকে ঘিরে তালিব যোদ্ধাদের উল্লাসে ফেটে পড়তে দেখা যাচ্ছে ভিডিওয়। সেই সঙ্গে তাদের হাতেও দেখা যায় নিহত সেনার মাথা। ওই সেনাকে ‘মুজাহিদিন’ বলে উল্লেখ করছিল জেহাদিরা। সেই সঙ্গে তালিবান সুপ্রিমো আখুন্দজাদার নামেও স্লোগান দিতে দেখা যায় তাদের।

Advertisement

Talliban

[আরও পড়ুন: US Open: আঠেরোতেই বাজিমাত, একাধিক রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন লন্ডনের এমা রাডুকানু]

এদিকে শনিবারই এক তালিবান মুখপাত্রকে দাবি করতে দেখা গিয়েছে, তারা মোটেই হিংসাত্মক নয়। সেই সঙ্গে ওই ব্যক্তি জানিয়েছে, আফগান নারীদের অধিকার রক্ষাতেও সচেষ্ট তারা। সব মিলিয়ে একটি কল্যাণকামী রাষ্ট্র গড়ার কথাই জানাচ্ছে তালিবান। কাকতালীয় ভাবে এদিনই ভাইরাল হল ওই ভিডিও।

প্রসঙ্গত, এই শিরশ্ছেদ কিংবা তার ভিডিও প্রকাশ করা, জঙ্গিদের কাছে নতুন কিছু নয়। আফগানিস্তানের আগে ইরান কিংবা সিরিয়াতেও এই ধরনের নৃশংসতা দেখিয়েছে আইসিস কিংবা অন্য জঙ্গি গোষ্ঠীও। কিন্তু তালিবানের এই উল্লাসের ভিডিওর অন্য তাৎপর্য রয়েছে। কুড়ি বছর পরে ফের আফগানিস্তান দখল করেছে তারা। গোড়া থেকেই তারা দাবি করেছে, এটা তালিবান ২.০। এবার অন্য এক তালিবানকে দেখবে বিশ্ব। কিন্তু সেই দাবি যে কেবল স্তোকবাক্য, তা পরিষ্কার হয়ে যেতে শুরু করেছিল আগেই। এই নৃশংস ভিডিও ফের পরিষ্কার করে বুঝিয়ে দিল, তালিবান আছে তালিবানেই। তাদের কোনও পরিবর্তন সম্ভব নয়।

[আরও পড়ুন: ‘আমাদের ভাবমূর্তি নষ্ট করছে পাকিস্তান’, তালিব কমান্ডারের ফাঁস হওয়া অডিও ঘিরে শোরগোল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement