সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের তৈরি দানব গিলতে বসেছে পাকিস্তানকে (Pakistan)। ইতিমধ্যেই স্বতন্ত্র সত্ত্বা প্রকাশ করতে শুরু করেছে আফগান তালিবান। এবার তারা সাফ জানিয়েছে, তেহরিক-ই-তালিবান পাকিস্তান তথা টিটিপি জঙ্গিগোষ্ঠী পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।
আফগান সংবাদমাধ্যম টলো নিউজকে দেওয়া বিবৃতিতে আফগান তালিবানের মুখপাত্র বিলাল করিমি বলে, “আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে আফগানিস্তানের জমি থেকে কোনও দেশের নিরাপত্তার প্রতি হুমকি তৈরি হবে না। এটা (তেহরিক-ই-তালিবান) পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। আমাদের দেশে কোনও সন্ত্রাসবাদী সংগঠনের উপস্থিতি নেই।” এদিকে, আখুন্দজাদার সংগঠন যতই দাবি করুক না কেন, বিশ্লেষকদের মতে, আফগানিস্তানে রীতিমতো শক্তিবৃদ্ধি করছে টিটিপি। বিশেষ করে, পাক-আফগান সীমান্ত ঘেষা ডুরান্ড লাইন বরাবর আফগানিস্তানের কুনার, নানগরহার, নুরিস্তান, খোস্ত ও পাকতিয়া প্রদেশে প্রবল উপস্থিতি রয়েছে তেহরিক জঙ্গিদের।
বলে রাখা ভাল, সম্প্রতি পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী শেখ রশিদ আহমেদ দাবি করেন যে টিটিপি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে আফগানিস্তানে ন্যাটো জোটের ফেলে যাওয়া হাতিয়ার ব্যবহার করছে পাকিস্তানি সেনাবাহিনী। তিনি বলেন, “ওরা (পাকিস্তানি ফৌজ) ন্যাটোর অস্ত্র ব্যবহার করছে। আমার মতে টিটিপি জঙ্গিদের বোঝানোর চেষ্টা করেছে আফগান তালিবান, কিন্তু তারা সেসব কথা শুনতে চাইছে না।” সবমিলিয়ে, এটা স্পষ্ট যে আফগান তালিবান ও আইএসআই ক্রমে টিটিপি যোজগিদের উপর কর্তৃত্ব হারিয়ে ফেলছে।
উল্লেখ্য, বিগত দশক থেকেই পাকিস্তানে সন্ত্রাস তৈরি করেছে টিটিপি। গণতান্ত্রিক সরকারকে উপড়ে ফেলে শরিয়ত লাগু করাই তাদের উদ্দেশ্য। বিগত দিনে বেশ কয়েকবার পাকিস্তানকে রক্তাক্ত করেছে সংগঠনটি। ২০১৪ সালে পেশোয়ারের একটি স্কুলে হামলা চালিয়ে কমপক্ষে ১৫০ পড়ুয়াকে হত্যা করে জঙ্গি সংগঠনটি। তারপর থেকে পাক সরকার ও টিটিপি’র সংঘাত তুঙ্গে পৌঁছেছে। এহেন পরিস্থিতিতে ইসলামাবাদ আশা করেছিল যে এবার আফগান তালিবানের মদতে তেহরিকের উপর রাশ টানতে সক্ষম হবে তারা। কিন্তু সেই আশায় জল ঢেলে দেয় হায়বাতোল্লা আখুন্দজাদার সংগঠনটি। আফগান তালিবান সাফ জানিয়ে দিয়েছে টিটিপি তাদের সমস্যা নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.