Advertisement
Advertisement

Breaking News

রমজান মাসে একের পর এক তালিবান হানা, আতঙ্ক আফগানিস্তানে

মৃত ১৫ সেনা ও ৪ জঙ্গি, বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

Taliban blast in Afghanistan's Kandahar kills 15
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 11, 2018 2:13 pm
  • Updated:June 11, 2018 3:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পবিত্র রমজানে একই দিনে পরপর দুটি তালিবানি হানায় আতঙ্কের পরিবেশ আফগানিস্তানের বিভিন্ন এলাকায়৷ প্রথমে হামলাটি হয় আফগানিস্তানের কান্দাহার প্রদেশের একটি সেনা চেক পয়েন্টে৷ সেখানে মৃত্যু হয়েছে ১৫ জন নিরাপত্তারক্ষীর৷ তার কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় হামলাটি হয় জালালাবাদের একটি শিক্ষা প্রতিষ্ঠানে৷ সেখানে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে চার তালিবান জঙ্গির৷ এখনও চলছে সেনা-জঙ্গির গুলির লড়াই৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর৷

শনিবার থেকেই আফগানিস্তানের বিভিন্ন এলাকায় সেনার সঙ্গে লড়াই চলছে তালিবানদের৷ রমজানের তোয়াক্কা না করেই জঙ্গি সংগঠন ঘোষণা করেছিল তারা লড়াই চালিয়ে যাবে৷ সোমবার সকালেই পাক-আফগান সীমান্ত থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করে সেনা৷ একটি সবজির গাড়ি করে বিস্ফোরক সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল৷ কিন্তুর সেনার তৎপরতায় তা সম্ভবপর হয়নি৷ এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে আফগানিস্তানের কান্দাহার প্রদেশ৷ সেখানে একটি সেনা চেকপয়েন্টে হামলা করে তালিবান জঙ্গিরা৷ অতর্কিত হামলায় প্রাণ যায় ১৫ জন আফগান সেনার৷

তারপর দ্বিতীয় হামলাটি হয় জালালাবাদের একটি শিক্ষা প্রতিষ্ঠানে৷ প্রথমে এক ফিদায়েঁ তালিবান জঙ্গি শিক্ষা প্রতিষ্ঠানটিতে ঢোকার চেষ্টা করে৷ কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়ে যায়৷ সন্দেহজনক ওই জঙ্গিকে পাকড়াও করে আফগান সেনা৷ তখনই প্রকাশ্যে আসে ওই প্রতিষ্ঠানে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা ছিল৷ সেনার হাতে ওই জঙ্গি ধরা পড়ার পরেই, আত্মগোপন করে থাকা আরও তিন জঙ্গি গুলি চালাতে থাকে৷ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রায় দশ মিনিট ধরে সেনার সঙ্গে তাদের গুলির লড়াই চলে৷ অবশেষে চার জঙ্গিকেই হত্যা করে সেনা৷ জালালাবাদ প্রদেশের প্রশাসনিক মুখপাত্র আতুল্লা খোগানি জানান, চার জঙ্গির মৃত্যুর খবর ছাড়া অন্য কোনও হতাহতের খবর মেলেনি৷ আতঙ্কের মধ্যে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন শিক্ষা প্রতিষ্ঠানের দশ জন৷ তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement