সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাদের সম্পর্ক এখন দাঁড়িয়ে গিয়েছে কার্যত সাপে-নেউলের। আফগানিস্তানে তালিবান (Taliban) ও আইসিসের (ISIS) মধ্যে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে গত ২০২১ সালের আগস্টে তালিবান আফগানিস্তান (Afghanistan) দখল করার পর থেকেই। সেই সময় থেকে আইসিস মাথাচাড়া দিয়ে উঠলে কড়া হাতে তা দমন করতে চেষ্টা শুরু করে তালিবান। অবশেষে জানা গেল, তালিবানের নিরাপত্তা বাহিনী কয়েক সপ্তাহের মধ্যে দু’জন সিনিয়র আইসিস নেতাকে খতম করেছে। তালিবানের এক মুখপাত্র মঙ্গলবার একথা জানিয়েছে।
গত সপ্তাহের শেষে কারি ফতেহ নামের এক আইসিস নেতাকে খতম করে তালিবান বাহিনী। তারও আগে মাসের শুরুতে আরেক নেতা ইজাজ আমিন আহিঙ্গার মারা যায় তালিবানের হামলায়। সেই অভিযানে ইজাজ ছাড়াও আরও তিন আইসিস সদস্যের মৃত্যু হয়েছে। কেবল দুই বড় মাথাকে খতম করাই নয়, চলছে ধরপাকড়ও। তালিবান মুখপাত্র জানিয়েছে, নতুন করে আফগানিস্তানে ভয়ংকর হামলার ছক কষছে আইসিস। এই খবর মেলার পর থেকেই শুরু হয়েছে তল্লাশি। আর তারপরই খতম করা হয়েছে দুই নেতাকে। আটক করা হয়েছে অনেককে।
বারবার জঙ্গি হামলায় বিপর্যস্ত হয়েছে আফগানিস্তান। পাকিস্তানের সীমান্ত এলাকায় বিপুলভাবে বেড়েছে জঙ্গিদের সক্রিয়তা। মতাদর্শের পার্থক্য থাকার জন্য তালিবানদের বিরুদ্ধে হামলা চালিয়েছে আইসিস জঙ্গিরা। ক্ষমতায় ফিরে এসেই একের পর এক জেল থেকে ইসলামিক স্টেট ও আল কায়দা জঙ্গিদের মুক্তি দেয় তারা। আর আজ সেই জঙ্গিরাই নাকি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই থেকেই তাদের দমন করতে শশব্যস্ত তালিবান। গত জানুয়ারিতেও আটজন আইসিস জঙ্গিকে খতম করেছে তালিবান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.