Advertisement
Advertisement

Breaking News

Taiwan

সাগরে যুদ্ধের ডঙ্কা! চিনকে রুখতে দেশেই সাবমেরিন তৈরি তাইওয়ানের

চিনের চোখ রাঙানিকে আর ভয় নয়।

Taiwan reveals its first homegrown submarine। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:September 28, 2023 1:27 pm
  • Updated:September 28, 2023 1:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের চোখ রাঙানিকে আর ভয় নয়। লালফৌজের আগ্রাসনের কড়া জবাব দিতে এবার নিজেদের মাটিতেই সাবমেরিন তৈরি করছে তাইওয়ান। কমিউনিস্ট দেশটির হামলা ঠেকাতে সামরিক বাহিনীকে অত্যাধুনিক হাতিয়ারে সাজিয়ে তুলছে দ্বীপরাষ্ট্রটি।

সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, বৃহস্পতিবার তাইওয়ানের (Taiwan) কাওশিউং শহরে ৮টি ডুবোজাহাজের মধ্যে প্রথমটির উন্মোচন করেন প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। এবিষয়ে তিনি বলেন, “অতীতে দেশের মাটিতে সাবমেরিন তৈরি করা কার্যত অসম্ভব ছিল। কিন্তু আজকে দেশের মানুষের হাতে তৈরি করা সাবমেরিন আমাদের সকলের চোখের সামনে আছে। আগামী দিনে নৌবাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে সাহায্য করবে এই ডুবোজাহাজগুলো।” এর পর তিনি বলেন, “যদি কোনও ঝুঁকির সম্মুখীন হতে হয় তাহলে যতই চ্যালেঞ্জ আসুক রুখে দাঁড়াবে তাইওয়ান।” তবে এই সাবমেরিনগুলো যুদ্ধক্ষম হতে দুবছর অপেক্ষা করতে হবে। 

Advertisement

[আরও পড়ুন: চিনের ছক বানচাল! ভারতের পাশে দাঁড়িয়ে বড় সিদ্ধান্ত শ্রীলঙ্কার]

উল্লেখ্য, গত কয়েক মাসে তাইওয়ানের সীমান্ত জুড়ে সামরিক মহড়া তীব্র করেছে লালফৌজ। কয়েকদিন আগেই দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা বলয় ভেদ করে অনুপ্রবেশ ঘটিয়েছিল চিনের যুদ্ধবিমান ও রণতরী। চিন ও তাইওয়ানের মধ্যে বহুদিন ধরে চলছে ক্ষমতা দখলের লড়াই। গত তিন বছরে এই লড়াই আরও তীব্র হয়েছে। দ্বীপরাষ্ট্রটিকে নিজেদের দখলে আনতে মরিয়া চিন। এর আগেও বহুবার তাইওয়ানের সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়েছে চিনের ফৌজ। কিন্তু ‘ড্রাগন’কে এক চুল জমিও ছাড়তে নারাজ তাইওয়ান। ফলে চাপানউতোর বেড়েই চলেছে দুদেশের মধ্যে। এখন তাইওয়ানের আকাশ জুড়ে ক্রমশ ঘনাচ্ছে যুদ্ধের মেঘ। চিনকে টক্কর দিতে হাতিয়ারে শান দিচ্ছে তাইওয়ান। 

[আরও পড়ুন: কেন গালওয়ান সংঘর্ষ? আজও সঠিক ব্যাখ্যা দেয়নি চিন, তোপ জয়শংকরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement