Advertisement
Advertisement
Taiwan

আগ্রাসী লালফৌজকে পালটা জবাব, চিনা ড্রোনকে গুলি তাইওয়ান সেনার

এই প্রথম চিনকে এমন জবাব দিল দ্বীপরাষ্ট্রটি।

Taiwan fires warning shots at Chinese drones। Sangbad Pratidin

ছবি:প্রতীকী

Published by: Biswadip Dey
  • Posted:August 31, 2022 9:41 am
  • Updated:August 31, 2022 9:41 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত জুলাই মাসে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান (Taiwan) সফরের পর থেকেই আগ্রাসী চিন (China)। তাইওয়ানকে ঘিরে ধরে সামরিক মহড়া চালানোর পাশাপাশি স্বশাসিত দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা বলয়েও অনুপ্রবেশ করছে লালফৌজ। চিনের এই আগ্রাসনকে যে তারা কোনও ভাবেই বরদাস্ত করবে না তা পরিষ্কার বুঝিয়ে দিল তাইওয়ান। এই প্রথমবার চিনা ড্রোনকে লক্ষ্য করে গুলি চালাল তারা।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাইং-ওয়েন আগেই চিনকে পালটা মারের প্রস্তুতির নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এবার তাইওয়ান যেন ড্রাগনকে বুঝিয়ে দিল, কেবল কথায় নয়, কাজেও তারা লালফৌজের মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত। চিনা ড্রোনকে গুলি করে নামানোর চেষ্টার এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তাইওয়ান সেনার এক মুখপাত্র জানিয়েছে, গুলি চালানোর পরই চিনা ড্রোনগুলি বেজিংয়ের দিকে পালিয়ে গিয়েছে। সম্প্রতি চিনা ড্রোন নিয়মিত তাদের ভূখণ্ডের মধ্যে চক্কর কাটছিল বলে জানিয়েছে দ্বীপরাষ্ট্র। এবার তাদের জবাব দিল তারা।

Advertisement

[আরও পড়ুন: কিশোরী কন্যার ধর্ষণের অভিযোগ জানাতে গিয়ে ধর্ষণ, কাঠগড়ায় যোগীরাজ্যের পুলিশ অফিসার]

যদিও চিন এই বিষয়ে এখনও মুখ খোলেনি। তবে চিনা ড্রোনের তাইওয়ানের ভূখণ্ডে চক্কর কাটার যে দাবি তা সোমবারই উড়িয়ে দিয়েছিল বেজিং। এখন দেখার তাইওয়ানের পালটা মারের পরে তারা বিষয়টি মেনে নেয় কিনা।

উল্লেখ্য, মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকেই প্রচণ্ড আগ্রাসী হয়ে উঠেছে চিন। যুদ্ধের আশঙ্কা উসকে স্বশাসিত দ্বীপরাষ্ট্রটিকে ‘অবরোধ’ করে সামরিক মহড়া শুরু করে লালফৌজ। তাইওয়ান প্রণালী ও সংলগ্ন অঞ্চলে রীতিমতো যুদ্ধের প্রস্তুতি চালাচ্ছে কমিউনিস্ট দেশটি। এহেন পরিস্থিতিতে যুদ্ধ শুরু হলে হানাদার বাহিনীকে পালটা মার দিতে তারা যে তৈরি তা বুঝিয়ে দিল তাইওয়ানের সেনা। যদিও এর আগেও চিনকে ‘জবাব’ দিতে দেখা গিয়েছে তাইওয়ানকে। চিনের যুদ্ধবিমানের টহলদারির জবাবে পালটা তারাও যুদ্ধবিমান পাঠিয়েছে। কিন্তু এমন প্রত্যক্ষ জবাব এই প্রথম।

[আরও পড়ুন: কথা রাখলেন শ্রীলেখা, জন্মদিনে ফাঁস করলেন আসল বয়স!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement