Advertisement
Advertisement

জঙ্গিদের বানানো বোমা ফাটল তাদের ঘরেই, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে৷

Syrian Rebels blows them selves up while taking a selfie
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 18, 2016 5:09 pm
  • Updated:September 18, 2016 6:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্দুক-বোমার সঙ্গেই সংসার করে তারা৷ মানুষ মারাই পেশা তাদের, নেশাও৷ আর সেই পেশাই এবার বুমেরাং হয়ে ফিরল তাদের দিকে৷ মানুষ মারার জন্য যে বোমা তৈরি করেছিল আট সিরিয়ান জঙ্গি, হাসির ছলে সেই বোমাই তাদের প্রাণ নিল৷

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে৷ যাতে দেখা যাচ্ছে, আটজন সিরিয়ান জঙ্গি একটি ঘরে বসে কথাবার্তা বলছে৷ আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা ও বন্দুক৷ এসব ছাড়া তো তারা অচল৷ বন্দুকের শব্দেই বিশ্বকে সন্ত্রাসের বার্তা পাঠাতে অভ্যস্ত তারা৷ তবে এর পরিণতি যে কখনও ‘শুভ’ হতে পারে না, তা হয়তো এবার টের পেল জঙ্গিরাও৷ হাসি-মশকরার মধ্যেই মোবাইলে একটি সেলফি তুলতে উদ্যোগী হয় তারা৷ কিন্তু মোবাইলের বোতাম টিপতেই ঘটল বিপত্তি৷ ফাটল বোমা!

Advertisement

বোমা ফাটানোর জন্য অনেক সময় রিমোট কন্ট্রোল হিসেবে মোবাইল ব্যবহার করা হয়৷ এক্ষেত্রেও হয়তো তেমনটাই হয়েছিল৷ আর তারই ফল ভুগতে হল ওই ঘরে উপস্থিত জঙ্গিদের৷

দেখে নিন সেই ভাইরাল হওয়া ভিডিওটি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement