Advertisement
Advertisement

Breaking News

বোমার ঘায়ে রক্তাক্ত শৈশব, তবু শান্তিতেই ঘুমোন প্রেসিডেন্ট!

এ পৃথিবী যে বড় বিচিত্র, তা আর বলার অপেক্ষা রাখে না৷

 Syrian President Sleeps Peacefully Even As Thousands Of Children Die Everyday In Bombings
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 7, 2016 7:32 pm
  • Updated:November 7, 2016 7:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ যখন একের পর এক হামলায় বিপর্যস্ত, তখন কেমন থাকেন রাষ্ট্রপ্রধানরা? তাঁরা কি শান্তিতে থাকতে পারেন! পারেন স্বাভাবিক জীবনযাপন করতে? এরকম কৌতূহল থেকেই সিরিয়ার প্রেসিডেন্ট আল আসাদের কাছে এ প্রশ্ন রেখেছিলেন এক সাংবাদিক৷ যে সিরিয়া যুদ্ধে, শিশুমৃত্যুতে বিপর্যস্ত তার প্রেসিডেন্ট কিন্তু জবাব দিলেন, তিনি শান্তিতেই ঘুমোন৷

ইউনিসেফের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে প্রায় সাড়ে চার লক্ষ মানুষের মৃত্যু হয়েছে সিরিয়ায়৷ তার মধ্যে প্রায় পঞ্চাশ হাজারই শিশু৷ শুধু যে বুলেটেই তাদের মৃত্যু হয়েছে এমনটা নয়৷ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার যা অবস্থা, তাতে না আছে খাবার, না আছে চিকিৎসার সুযোগ সুবিধা৷ ফলে বোমা-গুলি ছাড়াও মৃত্যু হচ্ছে অসংখ্য শিশুর৷ সংক্রমণেও মৃত্যু হচ্ছে বহু শিশুর৷ এর সঙ্গে যোগ হয়েছে শরণার্থী সমস্যাও৷

Advertisement

এই যখন অবস্থা তখন রাষ্ট্রনায়কের চোখের ঘুম উড়ে যাওয়াই স্বাভাবিক৷ অন্তত সেরকমটাই ধারণা বাকিদের৷ কিন্তু এ তো একদিনের বিষয় নয়৷ দীর্ঘ কয়েক বছর ধরে চলতে থাকা সমস্যা৷ তাহলে কেমনভাবে জীবন যাপন করেন একজন রাষ্ট্রপ্রধান৷ প্রশ্ন শুনে হাসি ফুটে ওঠে আল আসাদের মুখে৷ ওই সাংবাদিককে তিনি জানিয়েছেন, প্রশ্নের আড়ালে লুকিয়ে থাকা প্রশ্নটিকে তিনি ঠিকই চিনতে পেরেছেন৷ কিন্তু তা সত্ত্বেও তিনি জানাচ্ছেন, তিনি স্বাভাবিক ভাবেই খাওয়া-দাওয়া করেন, শান্তিতেই ঘুমোন৷

অর্থাৎ বাইরে যখন বোমার আঘাতে ছটফট করতে করতে প্রাণ হারাচ্ছে কোনও শিশু, সংক্রমণে পচে যন্ত্রণায় মরছে হাজার হাজার বাচ্চা, তখন শান্তিতেই থাকেন রাষ্ট্রপ্রধান৷ বলা ভাল, সেটাই নিয়ম৷ এ পৃথিবী যে বড় বিচিত্র, তা আর বলার অপেক্ষা রাখে না৷ কবিগুরুর বিখ্যাত ছোটগল্পে একটি লাইন রয়েছে না, ‘এ জীবনে কে কার?’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement