Advertisement
Advertisement

সিরিয়ায় কুর্দ বিদ্রোহীদের হামলায় হত তুরস্কের ৮ কমান্ডো

'ওয়াইপিজে'-র উপর চাপ বাড়াতে আফরিনে ফ্রন্ট খুলেছে তুরস্ক।

Syria: 8 Turkish soldier killed in Afrin offensive

'ওয়াইপিজে'-র উপর চাপ বাড়াতে আফরিনে ফ্রন্ট খুলেছে তুরস্ক।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 2, 2018 3:51 pm
  • Updated:September 16, 2019 11:24 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশই জটিল হচ্ছে গৃহযুদ্ধে রক্তাক্ত সিরিয়ার পরিস্থিতি। আগুনে ঘৃতাহুতি দিয়ে উত্তর সিরিয়ার আফরিন শহরে কুর্দ মিলিশিয়ার বিরুদ্ধে প্রবল অভিযান শুরু করেছে তুরস্কের সেনাবাহিনী। বৃহস্পতিবার বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয় তুরস্কের ৮ সেনা। জখম বহু।

[স্বেচ্ছায় আইএস জঙ্গিদের বিয়ে! ১৬ যুবতীকে ফাঁসির সাজা ইরাকে]

Advertisement

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, আফরিন শহরের কেলতেপ এলাকায় তুরস্কের কমান্ডো বাহিনীর উপর হামলা চালায় ‘ওয়াইপিজে’ বিদ্রোহীরা। ওই হামলায় প্রাণ হারায় ৮ সেনা। ঘটনার সত্যতা স্বীকার করেছে সেনাবাহিনী। তারা আরও জানায় আক্রান্ত জওয়ানদের উদ্ধার করতে গিয়ে হামলার মুখে পরে একটি হেলিকপ্টারও। তুরস্ক-সিরিয়া সীমান্তে অবস্থিত আফরিন শহর ‘কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি’ বা পিকেকে -র গড়। সেখানেই চলছে ভয়াবহ লড়াই। জানা গিয়েছে প্রবল গুলিগোলার মাঝে আটকে পড়েছেন প্রায় কয়েক লক্ষ বাসিন্দা। তবে অনেকেই ঘর ছেড়ে নিরাপদ জায়গায় পালাতে সক্ষম হয়েছেন। উল্লেখ্য, তুরস্কে নিষিদ্ধ পিকেকে। আঙ্কারার অভিযোগ, বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিকেকে। তুরস্ককে ভাগ করে কুর্দিস্তান গড়ার লড়াই চালাচ্ছে সন্ত্রাসবাদী দলটি।

সিরিয়ায় আসাদ সরকারকে হঠাতে প্রবল লড়াই চালাচ্ছে ‘ওয়াইপিজে’ বা কুর্দ বিদ্রোহীরা। আমেরিকা ও ন্যাটোর সমর্থন রয়েছে বিদ্রোহীদের সঙ্গে। পালটা আসাদ বাহিনীকে সামরিক সাহায্য দিচ্ছে রাশিয়া, ইরান । প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিদ্রোহীদের প্রবল আক্রমণে বেকায়দায় রয়েছে আসাদ বাহিনী। তাই চাপ বাড়াতে আফরিনে ফ্রন্ট খুলেছে তুরস্ক। সিরিয়া সীমান্তে কুর্দ অধ্যুষিত এলাকায় রাসায়নিক হামলা চালানোর অভিযোগ রয়েছে তুরস্কের বিরুদ্ধে। উল্লেখ্য, কয়েকদিন আগেই বিদ্রোহীদের দখলে থাকা রাজধানী দামাস্কাসের পার্শ্ববর্তী পূর্ব ঘাউটা শহরে আসাদ বাহিনীর হামলায় প্রায় ১৫০ নিরীহ শিশু-সহ ৫০০ জন নিহত হয়। এই ঘটনায় আন্তর্জাতিক মঞ্চে নিন্দার ঝড় বয়ে গেলেও বন্ধ হয়নি লড়াই। এবার তুরস্কের সেনা অভিযানে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।

[বন্দুকের নলের সামনে সিরিয়ার শৈশব, ‘গৃহযুদ্ধ’ নিয়ে প্রশ্ন গোটা বিশ্বে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement