Advertisement
Advertisement

সিরিয়ার সেনাক্যাম্পে হামলা আল-কায়দার, মৃত কমপক্ষে ২২ জন

পালটা জবাব দেয় সিরিয়ার সেনাকর্মীরাও।

22 secuity personnel killed in Syria
Published by: Soumya Mukherjee
  • Posted:March 3, 2019 8:37 pm
  • Updated:March 3, 2019 8:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আল-কায়দার সঙ্গে গুলির লড়াইয়ে সিরিয়ায় প্রাণ হারালেন কমপক্ষে ২২ জন নিরাপত্তারক্ষী। রবিবার ঘটনাটি ঘটেছে সিরিয়ার ইদলিব প্রদেশে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আল-মাসাসনেহ ও লাহায়া গ্রামের মাঝামাঝি জায়গায় থাকা সেনাক্যাম্পে হামলা চালায় আল-কায়দার মদতপুষ্ট বিদ্রোহীরা। পালটা জবাব দেয় সিরিয়ার সেনাকর্মীরাও। উভয়পক্ষের গুলির লড়াই কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত খবর। ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই সিরিয়ার সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ব্যবধান বজায় রাখতে গতবছর একটি বাফার জোন গড়ে তোলার প্রস্তাব গৃহীত হয়।

[ভারতীয় বায়ুসেনার অভিযানে কি খতম মাসুদ আজহার? জল্পনা তুঙ্গে]

অনেকদিন ধরেই বিদ্রোহীদের হাতে থাকা ইদলিব প্রদেশ নিজের দখলে আনতে চেষ্টা করছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তুরস্কের পক্ষ থেকেও ইদলিবের বিভিন্ন জায়গায় সেনা মোতায়েন করা হয়েছে। গত রবিবার সকালে সিরিয়ার হামা প্রদেশের সালামিয়ে শহরে ল্যান্ডমাইন বিস্ফোরণের ফলে ধ্বংস হয় একটি শ্রমিকবোঝাই বাস। এর ফলে মৃত্যু হয় ২৪ জনের।

Advertisement

সিরিয়া প্রশাসন জানাচ্ছে, ল্যান্ডমাইনটি পুঁতে রেখেছিল আইএস জঙ্গিরা। যখন এই শহর তাদের কবজায় ছিল তখনই এই ল্যান্ডমাইন তারা পুঁতেছিল। পরে তাদের যখন এক এক করে শহর থেকে বিতাড়িত করা শুরু হয়, তখন তারা বাধ্য হয় সালামিয়ে শহর ছাড়তে। সেই সময় তারা ল্যান্ডমাইনটি এখানে পোঁতা অবস্থাতেই রেখে চম্পট দেয়। হয়তো ভেবেছিল তারা চলে গেলেও যদি আগে নজরে না পড়ে তবে কখনও একটা ক্ষতির কারণ হবে ল্যান্ডমাইনটি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement