সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের রং দেশের সীমানা মানে না৷ বিশেষ করে ভারতীয়দের ক্ষেত্রে৷ দেশের অন্দরই হোক, কিংবা দেশের বাইরে – ভারতীয়দের উৎসবের আলো সব জায়গাতেই প্রতিফলিত হয়৷ যার সাম্প্রতিকতম নিদর্শন সোনালী আভায় পরিপূর্ণ সিডনি অপেরা হাউস৷
শুক্রবার রাত আটটা থেকে ১২টা পর্যন্ত সোনালী আলোয় রাঙানো হয়েছিল অস্ট্রেলিয়ার এই আইকনিক ভবন৷ দীপাবলি উৎসবের আমেজকে অস্ট্রেলীয়বাসীদের মধ্যে ছড়িয়ে দিতেই নেওয়া হয়েছিল এই উদ্যোগ৷ আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক উৎসবেরও৷ যাতে সামিল হয়েছিলেন নিউ সাউথ ওয়েলস-এর প্রধান মাইক বেয়ার্ড৷ পুরো উৎসবই হয় ভারতীয় রীতি-নীতি মেনে৷
অস্ট্রেলিয়ার মাটিতে দীপাবলি সেলিব্রেশনের এই ধুম নতুন নয়৷ আগেও দুই বছর এভাবেই দীপাবলি উপলক্ষ্যে সোনালী রঙে রাঙানো হয়েছিল সিডনি অপেরা হাউসকে৷বিভেদের অন্ধকার ঘুচিয়ে বিদেশের মাটিতে ছড়িয়ে পড়েছিল অলোর রোশনাই৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.