Advertisement
Advertisement

Breaking News

মদ্যপ যাত্রীদের ঝামেলায় বিমানের জরুরি অবতরণ

বিমান ছাড়ার কিছুক্ষণ পরই নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা৷ বচসা গড়ায় হাতাহাতিতে৷ একে অপরকে ঘুসি মারতে থাকেন তাঁরা৷

Sydney Flight Diverted As Drunken Passengers Throw Punches
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2016 8:50 pm
  • Updated:July 22, 2016 9:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলন্ত বিমানে শুরু হল হাতাহাতি৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেল যে জোর করে সেই যাত্রীদের বিমান থেকেই নামিয়ে দেওয়া হল৷

বুধবার রাতের ঘটনা৷ ৩১৪ জন যাত্রী নিয়ে সিডনি থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল জেটস্টার ফ্লাইট ২৭৷ মদ্যপ অবস্থায় ছ’জন অস্ট্রেলীয় বিমানে উঠেছিলেন৷ বিমান ছাড়ার কিছুক্ষণ পরই নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা৷ বচসা গড়ায় হাতাহাতিতে৷ একে অপরকে ঘুসি মারতে থাকেন তাঁরা৷ বিমানকর্মীরা একাধিকবার তাঁদের শান্ত হয়ে বসতে অনুরোধ জানান৷ কিন্তু কে শোনে কার কথা! মদ্যপ অজিরা টানা প্রায় পাঁচ ঘণ্টা মারামারি চালিয়ে যান৷ মদ্যপ ব্যক্তিদের কাণ্ডকারখানা বাকি যাত্রীদের কাছেও বেশ বিরক্তকর হয়ে দাঁড়ায়৷ অবস্থা বেগতিক দেখে বিমানের দিশা বদলানোর সিদ্ধান্ত নেন পাইলট৷

Advertisement

বিমান ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় ইন্দোনেশিয়ায়৷ বালি বিমানবন্দরে বিমানটি অবতরণ করলে খানিকটা জোর করেই ওই ছ’জনকে নামিয়ে দেওয়া হয়৷ বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি বিস্তারিতভাবে জানানোও হয়৷ যদিও বন্দরের নিরাপত্তাকর্মীদের দাবি, ছ’জন নয়, পাঁচজন অস্ট্রেলীয়কে পেয়েছেন তাঁরা৷ তবে তাঁদের চোট গুরুতর নয় বলে জানানো হয়েছে৷ ঠিক কী কারণে তাঁরা ঝামেলায় জড়িয়ে ছিলেন, তা এখনও স্পষ্ট নয়৷ তবে অতিরিক্ত পরিমাণে মদ পান করার জন্যই বিমানকর্মীদের কথা তাঁরা অগ্রাহ্য করেছেন বলে মনে করা হচ্ছে৷ বিমানটি সময় মতোই থাইল্যান্ডের ফুকেট বিমানবন্দরে পৌঁছে যায়৷ ছয় মদ্যপ অস্ট্রেলীয়র জন্য বিমানের জরুরি অবতরণ করতে হল৷ সেই সঙ্গে হয়রানি পোহাতে হল বিমানের বাকি যাত্রীদেরও৷ সেক্ষেত্রে ওই ছ’জনের শাস্তিও হতে পারে৷ তবে এবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement