Advertisement
Advertisement

Breaking News

পথচারীদের শরীর ছোঁয়ার আবেদন জানিয়ে গ্রেফতার যুবতী

কেন এরকম আজব আবেদন মহিলার?

Swiss woman allows strangers to touch her private parts in public
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 25, 2016 5:47 pm
  • Updated:March 1, 2019 3:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ভরা রাস্তায় হেঁটে চলেছেন এক মহিলা৷ তাঁর শরীরে আটকানো এক অদ্ভুত বাক্স৷ পথচারীরা তা দেখে চমকেছিলেন ঠিকই, তবে আরও চমক বাকি ছিল মহিলার আবেদনে৷ কী আবেদন? সকলকে ডেকে ডেকে ওই মহিলা বলছিলেন, বাক্সের ভিতর হাত ঢুকিয়ে যেন সকলে তাঁর শরীর ছুঁয়ে দেখেন৷

কেন এরকম আজব আবেদন মহিলার?

Advertisement

আসলে নারী শরীর মানেই ভোগ্যবস্তু নয়-এই বার্তাই বিশ্ববাসীকে দিতে চেয়েছিলেন মাইলো মঁয়ের৷ কিন্তু বার্তা দিতে গিয়ে শ্রীঘরে ঠাঁই হল সুইডেনের যুবতীর৷ কারণ বার্তা দেওয়ার এই অদ্ভুত পন্থা৷ তিনি এর নাম দিয়েছিলেন ‘মিরর বক্স শো’৷ কী এই ‘মিরর বক্স শো’? নিজের দেহে একটি বাক্স পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন মাইলো৷ যার চারিদিকে আয়না লাগানো এবং সামনে একটি লাল পর্দা৷ এটির ভিতরে হাত ঢুকিয়ে তাঁর গোপনাঙ্গে হাত দিতে পারবেন পথচলতি মানুষ৷ কখনও ঊর্ধ্বাঙ্গে তো কখনও নিম্নাঙ্গে৷ এই ‘মিরর বক্স’ পরেই ঘুরে বেড়াচ্ছিলেন মাইলো৷ নারী শরীর নিয়ে মানুষের চিন্তাধারা পরিবর্তন করতেই এই উদ্যোগ বলে দাবি তাঁর৷

এর আগে আমস্টারডামে শো করেছিলেন মাইলো, কিন্তু সেখানে তাঁকে কোনও সমস্যায় পড়তে হয়নি৷ লন্ডনের ট্রাফালগার স্কোয়্যারে রোড শো করতে গিয়েই বাধে বিপত্তি৷ পুলিশ গ্রেফতার করে তাঁকে৷ তবে, গ্রেফতারির পরও দমেনি মাইলোর উৎসাহ৷ তাঁর কথায়, এটা একটা ঝুঁকিপূর্ণ পদক্ষেপ৷ আর দুনিয়ার ভাবনাচিন্তা পাল্টাতে এই ঝুঁকি তাঁকে নিতেই হবে৷

Mirror_Box_Police_London02

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement