Advertisement
Advertisement

৬৮ বছর পর দেখা মিলবে ‘সুপার মুন’-এর

এবার কোনও কারণে 'সুপার মুন' দেখতে না পেলে ফের অপেক্ষা করতে হবে আরও ১৮ বছর৷

Supermoon will appear on Monday after a gap of 68 years
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 13, 2016 9:25 am
  • Updated:November 13, 2016 9:25 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬৮ বছরে এই প্রথম৷ এত বছরে চাঁদ কখনও পৃথিবীর এত কাছে আসেনি৷ শেষবার এসেছিল ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি৷ তারপর এবার অর্থাৎ ২০১৬ সালের ১৪ নভেম্বর৷ চলতি বছরের শিশুদিবস তথা গুরুপূর্ণিমার দিন আবির্ভাব ঘটতে চলেছে ‘সুপার মুন’-এর৷

সোমবার পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে চাঁদের দূরত্ব হবে ২ লক্ষ ২১ হাজার ৫২৪ মাইল বা ৩ লক্ষ ৫৬ হাজার ৫০৮ কিলোমিটার৷ সাধারণ দূরত্বের তুলনায় এবার পৃথিবীর আরও প্রায় ৮৫ মাইল কাছে চলে আসছে চাঁদ৷ বিজ্ঞানের ভাষায় যাকে বলা হচ্ছে ‘সুপার মুন’৷ স্বাভাবিক দিনের তুলনায় এবার ১৪ নভেম্বর রাতের আকাশে চাঁদকে ১৪ শতাংশ বড় দেখাবে৷ সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ৷ দেড়টা নাগাদ পৃথিবী ও চাঁদ সমান্তরালে অবস্থান করবে৷ বিজ্ঞানীরা জানাচ্ছেন, ব্রিটেন থেকে এই বিশেষ চাঁদ সূর্যাস্তের সময় সবচেয়ে ভালভাবে চোখে পড়বে৷

Advertisement

দীর্ঘ ৬৮ বছর পর যেহেতু চাঁদ পৃথিবীর এত কাছে আসছে তাই এই ‘সুপার মুন’কে ঘিরে সাধারণ মানুষের মধ্যে তুমুল কৌতূহল তৈরি হয়েছে৷ আমজনতার প্রার্থনা ১৪ নভেম্বর রাতের আকাশ যেন মেঘমুক্ত থাকে৷ এবার কোনও কারণে ‘সুপার মুন’ দেখতে না পেলে ফের অপেক্ষা করতে হবে আরও ১৮ বছর৷ কারণ ২০৩৪-এর নভেম্বর মাসে ফের চাঁদ পৃথিবীর এত কাছে আসবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement