Advertisement
Advertisement

Breaking News

Sunita Williams

সমুদ্রে সুনীতাদের অভ্যর্থনা জানাতে হাজির ডলফিনরা! ভাইরাল ভিডিও মন জিতল নেটিজেনদের

ভারতীয় সময় ভোর সাড়ে তিনটে নাগাদ ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে ‘ড্রাগন ফ্রিডম’।

Sunita Williams welcomed by Dolphins while returning earth
Published by: Biswadip Dey
  • Posted:March 19, 2025 11:08 am
  • Updated:March 19, 2025 11:08 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারবার সম্ভাবনা তৈরি হলেও শেষপর্যন্ত সুনীতা উইলিয়ামসদের পৃথিবীতে ফিরতে ফিরতে লেগে গেল ২৮৬ দিন। ভারতীয় সময় ভোর সাড়ে তিনটে নাগাদ ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে ‘ড্রাগন ফ্রিডম’। আর সেই সময়ই সুনীতাদের স্বাগত জানাতেই যেন সেখানে দেখা যায় একদল ডলফিনকে। ভাইরাল হওয়া মিষ্টি ভিডিওটি দেখে মুগ্ধ নেটিজেনরা।

স্পেসএক্সের মহাকাশযান সমুদ্রে নামার পর সুনীতাদের সেখান থেকে নিয়ে আসার জন্য আগে থেকেই অপেক্ষা করছিল মার্কিন নৌবাহিনীর জাহাজ। পাড়ে অপেক্ষারত ছিলেন বহু মানুষ। যানটি নেমে এলে আচমকাই দেখা যায় ঠিক সেখানে পৌঁছে গিয়েছে একদল ডলফিন। তারা মহাকাশযানটিকে ঘিরে চক্কর কাটতে থাকে। স্বাভাবিক ভাবেই এমন ভিডিও দেখে মন ভরে গিয়েছে নেটিজেনদের।

Advertisement

মঙ্গলবার সকাল ১০টা ৩৫ নাগাদ শুরু হয় সুনীতাদের ফেরার যাত্রা। এরপর বুধবার আটলান্টিক মহাসাগরে নিরাপদে অবতরণ করানো হয় তাঁদের। গোটা ঘটনার লাইভ সম্প্রচার করে নাসা। সমুদ্রে অবতরণের পর হাইড্রোলিক পদ্ধতিতে জাহাজে তোলা হয় সুনীতাদের। তাঁরা রওনা দেন হিউস্টন জনসন স্পেস সেন্টারের উদ্দেশে। আগামী কয়েকদিন এখানেই থাকবেন মহাকাশচারীরা।

সুনীতাদের ঘরে ফেরার পর উৎসবে মেতেছে গোটা বিশ্ব। আলাদা উন্মাদনা দেখা গিয়েছে ভারতের বিভিন্ন জায়গাতেও। সুনীতার পৈতৃক গ্রাম গুজরাটের ঝুলাসানেও দেখা যায় সাধারণ মানুষ নেমে এসেছেন পথে। তাঁদের দেখা গিয়েছে আতশবাজি ফাটিয়ে উৎসবে মাততে। এদিকে ফ্লোরিডার সমুদ্রে সুনীতাদের নেমে আসার দৃশ্যটি তাঁর পরিবারকেও। সুনীতার ভ্রাতৃবধূ ফাল্গুনী পাণ্ডিয়া বলছেন, ”ওই দৃশ্যটা যেন বিমূর্ত!” আপাতত তাঁর ভারতে ফেরার অপেক্ষায় পরিবারের সদস্যরা। অপেক্ষায় সুনীতার গ্রামের সাধারণ মানুষও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement