Advertisement
Advertisement

Breaking News

ইয়েমেনে ফের আত্মঘাতী হামলা, মৃত বহু সেনা

ইয়েমেন সরকার ও হাউথি পন্থীদের মধ্যে ক্ষমতা দখলের যে লড়াই চলছে তারই সুযোগ নিচ্ছে জেহাদি সংগঠনগুলি৷   

suicide bombing attack in yemen,many soldier are killed
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 18, 2016 2:21 pm
  • Updated:December 18, 2016 2:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল ইয়েমেন৷ নিহত হয়েছেন কমপক্ষে ৩০ সেনা জওয়ান৷ জখম বহু৷ দক্ষিণ ইয়েমেনের এডেন শহরে এই আত্মঘাতী হামলা হয়৷

সূত্রের খবর, এডেনের বন্দর সংলগ্ন অল-সোলবান সেনা ক্যাম্পের কাছে এই বিস্ফোরণ হয়৷ সাবমেরিনে করে ঘটনাস্থলে পৌঁছয় আত্মঘাতী হামলাকারীরা৷  সে সময় সেনারা বেতন নিতে  ওই এলাকায় জড়ো হয়েছিলেন৷ রাস্তার ধারেই বিস্ফোরণ ঘটানো হয়৷

Advertisement

গত ৮ দিন আগেই আইএস জঙ্গিদের আত্মঘাতী হামলায় এডেনেই ৪৮ জন ইয়েমেনি সেনার মৃত্যু হয়েছিল৷ জখম  হন ২৯ জন৷ তারপর ফের একই ঘটনা৷ এদিকে কিছুদিন আগেই এই জেহাদি সংগঠনগুলির বিরুদ্ধে প্রচার চালায় ইয়েমেন প্রশাসন৷ তবে অনেকেরই দাবি, বর্তমানে ইয়েমেন সরকার ও হাউথি পন্থীদের মধ্যে ক্ষমতা দখলের যে লড়াই চলছে তারই সুযোগ নিচ্ছে এই জেহাদি সংগঠনগুলি৷ যার কেন্দ্রে রয়েছে আল কায়দা জঙ্গি সংগঠন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement